ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইপিএলের তালিকায় বাংলাদেশের ৬ ক্রিকেটার

প্রকাশিত: ১৩:০৭, ৪ ডিসেম্বর ২০১৯

আইপিএলের তালিকায় বাংলাদেশের ৬ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ আরেকটি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ আসর সমাগত। গতবার এই আসরে ৮ দল খেলেছে। এবার নতুন আরেকটি দল যোগ হওয়ার গুঞ্জন আছে। তবে সেটি না হলেও ৮ দল সবমিলিয়ে নতুন করে কিনতে পারবে ৭৩ ক্রিকেটারকে। কিন্তু নিলামে ওঠার জন্য নিবন্ধন করেছেন মোট ৯৭১ জন। এর মধ্যে বিদেশী ২৫৮ জন এবং ভারতীয় ৭১৩ জন। সেই তালিকায় নিবন্ধন করেছেন বাংলাদেশেরও ৬ ক্রিকেটার। এখন দলগুলো সেই নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে থেকে নিজেদের পছন্দমতো একটি তালিকা নিলামের জন্য আইপিএল কর্তৃপক্ষের কাছে জমা দেবে ৯ ডিসেম্বরের মধ্যে। নিলামের তালিকায় থাকলেই শুধু জানা যাবে বাংলাদেশ থেকে আগ্রহী ক্রিকেটারদের নাম। ১৯ ডিসেম্বর কলকাতায় হবে খেলোয়াড় নিলাম। গতবার ৮ বাংলাদেশী ক্রিকেটার নিলামে ঠাঁই পেয়েছিলেন। কিন্তু সাকিব আল হাসানকে ছাড়া কেনেনি কোন দলই। আর মুস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দেয়া হবে না সেটি আগেই জানিয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরাবরই আইপিএলের প্রতি বিদেশী ক্রিকেটারদের আগ্রহ অনেক বেশি। গুণে-মানে, জনপ্রিয়তায় বিশ্বের সবচেয়ে সেরা আসর আইপিএল এবং এখানে ক্রিকেটারদের পারিশ্রমিকও অত্যন্ত চড়া। তাই বাংলাদেশের ক্রিকেটাররাও আগ্রহী থাকেন। তবে সাকিব ছাড়া আর কোন বাংলাদেশীই নিয়মিত খেলতে পারেননি। এবার সাকিব আইসিসি থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার কারণে আইপিএল খেলতে পারবেন না। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আদৌ কোন ক্রিকেটার আইপিএল খেলার সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত হবে নিলামের পর। ৩০ নবেম্বর আইপিএল নিলামের জন্য ক্রিকেটারদের নিবন্ধিত হওয়ার শেষ সময় ছিল। এখন আগ্রহী ৯৭১ ক্রিকেটারের তালিকা দেখে দলগুলো নিলামের জন্য পছন্দমতো ক্রিকেটারদের একটি তালিকা ৯ ডিসেম্বরের মধ্যেআইপিএল কর্তৃপক্ষ জমা দেবে। সেই তালিকা অনেক ছোট হয়ে আসবে তা নিশ্চিত। কারণ আগামী আইপিএলের আগে সবদলই কিছু খেলোয়াড় রেখে দিয়েছে এবং কিছু খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। ৮ দলের সে জন্য এখন ঘাটতি আছে মাত্র ৭৩ জন ক্রিকেটারের। তাই নিলামে সুযোগ করে নেয়াটাই কঠিন হবে ক্রিকেটারদের জন্য। অতীতে নিলামে একাধিক বাংলাদেশীর জায়গা হলেও দল পেতে দেখা যায়নি কাউকে। এবার কি ঘটবে তা ১৯ ডিসেম্বর নিলামেই জানা যাবে। আপাতত নিবন্ধ করা ৬ বাংলাদেশী ক্রিকেটারের নাম জানা যায়নি। জানা যায়নি অস্ট্রেলিয়ার ৫৫, দক্ষিণ আফ্রিকার ৫৪, শ্রীলঙ্কার ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, নিউজিল্যান্ডের ২৪, ইংল্যান্ডের ২২, আফগানিস্তানের ১৯, জিম্বাবুইয়ের ৩ এবং হল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ১ জন করে নিবন্ধিত ক্রিকেটারের নামও। তবে জানা গেছে ৭১৩ ভারতীয় ক্রিকেটারের মধ্যে ১৯ জনেরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে, ৬০ জনের আছে আইপিএলে খেলার অভিজ্ঞতা। আর বিদেশী ক্রিকেটারদের ১৯৬ জনেরই অভিজ্ঞতা আছে জাতীয় দলের হয়ে খেলার।
×