ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান লীগের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো

প্রকাশিত: ১৩:০৭, ৪ ডিসেম্বর ২০১৯

ইতালিয়ান লীগের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের ব্যালন ডি’অর জেতা হয়নি পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতে উঠেছে ফুটবলে ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদার পুরস্কারটি। রোনাল্ডো হয়েছেন তৃতীয়। তবে সোমবার রাতেই প্রাপ্তির খাতায় নতুন পুরস্কার যোগ করেছেন পর্তুগীজ যুবরাজ, হয়েছেন সিরি’এ’র (ইতালিয়ান লীগ) বর্ষসেরা খেলোয়াড়। ছয়টি ব্যালন ডি’অর জিতে রোনাল্ডোকে ছাড়িয়ে গেছেন মেসি। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ট্রফিকেসে আছে পাঁচটি ব্যালন ডি’অর। প্যারিসে মেসির হাতে যখন উঠছিল ফরাসী ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর দেয়া পুরস্কারটি, তখন ৮৫০ কিলোমিটার দূরে মিলানের ইতালিয়ান ফুটবলের গালা নাইট আলোকিত করেছেন রোনাল্ডো। অবশ্য সিরি’এ এ্যাওয়ার্ডে রোনাল্ডোর উপস্থিতি ছিল রহস্যঘেরা। মঞ্চে উঠে পুরস্কার নেয়ার আগ পর্যন্ত জুভেন্টাস উইঙ্গারকে কোথাও দেখা যায়নি। আবার মঞ্চ থেকে পুরস্কার হাতে নিয়ে নামার পরও দেখা যায়নি তাকে। পুরস্কার জয়ের অনুভূতিও খুব বেশি প্রকাশ পায়নি তার কথায় শুধু বলেছেন, ‘সিরি’এ’র সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সতীর্থ ও যারা আমাকে ভোট দিয়েছেন। এখন আমি সামনের বছরের কাজের প্রস্তুতি নিচ্ছি।’ ইতালিয়ান লীগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রোনাল্ডো রয়েছেন সিরি’এ’র বর্ষসেরা দলেও। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ১০০ মিলিয়ন ইউরোতে তিনি যোগ দেন জুভেন্টাসে। দল পাল্টালেও পারফর্মেন্স আছে আগের মতোই। চলতি মৌসুমেও রয়েছেন ছন্দে, ১১ লীগ ম্যাচে করেছেন ৬ গোল।
×