ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার হারতে হারতে ড্র করল মালদ্বীপের বিরুদ্ধে, ফলে ফাইনালে ওঠা আরও ;###;কঠিন হয়ে গেল লাল-সবুজদের, বাংলাদেশ ১-১ মালদ্বীপ

ফুটবলে খাবি খাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত: ১৩:০৬, ৪ ডিসেম্বর ২০১৯

ফুটবলে খাবি খাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ কি ভেবেছিল সবাই, আর কি দেখছে। বলা হচ্ছে এসএ গেমসে ফুটবলের কথা। এবারের আসরে ভারত নাম প্রত্যাহার করে নেয়াতে ধারণা করা হয়েছিল এতে করে দীর্ঘ ৯ বছর পর আবারও এই খেলাটিতে সোনার পদক জিতবে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ফারাকটা ক্রমশ বেড়েই চলেছে। সোমবার রাউন্ড রবিন লীগে নিজেদের প্রথম খেলায় দুর্বল ভুটানের কাছে অপ্রত্যাশিতভাবে হারার পর (০-১ গোলে) বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিল বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। কেননা এর আগে এই আসরে কখনই ভুটানের কাছে হারেনি লাল-সবুজরা। এমন ধাক্কার পরও ফুটবলপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অন্তত জিতে ঘুরে দাঁড়াবে জামাল ভুঁইয়ারা। কিন্তু তা আর হলো কই? মঙ্গলবার দশরথের রঙ্গশালায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারেনি বাংলাদেশ দল। ১-১ গোলে ড্র করে তাদের রুখে দেয় মালদ্বীপ। এর ফলে রাউন্ড রবিন লীগের শীর্ষ দুই দল হিসেবে ফাইনালে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেল বাংলাদেশের। সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ দল কোন গোল করতে পারেনি। সেক্ষেত্রে পাঠক নিশ্চয়ই আপত্তি তুলতে পারেন তাহলে খেলার স্কোরলাইন ১-১ হয় কিভাবে? এর জবাব খুব সহজÑ মালদ্বীপ দল আত্মঘাতী গোল করে বাংলাদেশকে একটি গোল ‘উপহার’ দেয়। তারপরও এর সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। ৬৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জিততে পারেনি তারা। গোল হজম করে বসে। এরপরও আরেকটি গোল করে এগিয়ে যাওয়ার জন্য আরও ২০ মিনিট পর্যাপ্ত সময় পেয়েছিল জেমি ডে’র শিষ্যরা। কিন্তু এই সময়টাকেও কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত পয়েন্ট খুইয়েই ভগ্ন মনোরথে মাঠ ছাড়ে তারা। আগামী ৫ ডিসেম্বর একই ভেন্যুতে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এর আগে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক নেপাল ৪-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করে। সোমবার মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। দুই ম্যাচে এক ড্র ও এক হারে মাত্র ১ পয়েন্ট বাংলাদেশের। স্বাগতিক নেপাল এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। দুই ড্রয়ে মালদ্বীপের পয়েন্ট ২। অবস্থান দ্বিতীয়। শ্রীলঙ্কার পয়েন্টও ১, তবে বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলায় তারা আছে চারে। আর বাংলাদেশ আছে তলানিতে পাঁচে। খেলার দশম মিনিটেই এগিয়ে যাবার সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। রবিউল হাসানের শট মালদ্বীপের গোল পোস্টের ওপর দিয়ে চলে যায়। ২১ মিনিটে অধিনায়ক-মিডফিল্ডার জামাল ভুঁইয়ার ক্রস বিপক্ষের বারপোস্টে লেগে ফিরে আসে। এরপর ফিরতি বলে শট নিয়ে বল জালে জড়ান ফরোয়ার্ড সাদউদ্দিন। কিন্তু কপাল খারাপ, রেফারি কর্নারের সিদ্ধান্ত দেন। তার এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ কোচ জেমি ডে। কিন্তু তাতে মন গলেনি রেফারির। ৩০ মিনিটে গোলের মুখ দেখে বাংলাদেশ। তবে নিজেদের নয়, প্রতিপক্ষের বদন্যতায়। রবিউল লম্বা থ্রো করেন। রিয়াদুল হাসান রাফি হেড করেন। সেই বল মালদ্বীপ গোলরক্ষক ফিস্ট করেন। সামনে থাকা আকরাম আব্দুল ঘানির গায়ে লেগে জালে জড়ায় (১-০)। সমতায় ফিরতে আপ্রাণ প্রচেষ্টা শুরু করে মালদ্বীপ। বাংলাদেশের ডিফেন্সে প্রচুর চাপ সৃষ্টি করে। ৫৯ মিনিটে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর অসাধারণ দক্ষতায় গোল খাওয়ার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ইব্রাহিম মাহুদে হোসাইনের ফিরতি শটও ফেরে পোস্টে লেগে। অনেক চেষ্টার পর অবশেষে মালদ্বীপ সফলকাম হয় ৭০ মিনিটে। সতীর্থের বাড়ানো বল ধরে ডান দিক থেকে মাহুদে হোসাইনের নেয়া শট আর আটকাতে পারেননি জিকো (১-১)। একটু পর জিকো আরেকটি বল আটাকে দেন। এরপর আরেকটি শট তার পোস্টে লেগে ফেরে। বাকি সময় প্রাণপণ চাপ দিয়েও আর সমতায় ফিরতে পারেনি এসএ গেমস ফুটবলে দু’বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
×