ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ১৩:০৪, ৪ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) শুরু হবে ১১ ডিসেম্বর। এর আগে ৮ ডিসেম্বর এ লীগের উদ্বোধনী অনুষ্ঠান হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আর এই বিপিএলের উদ্বোধনী আয়োজনকেও চোখ ধাঁধানো করা হচ্ছে। আয়োজন আকর্ষণীয় করতে ভারতের চলচিত্র জগতের, বলিউডের সেরা দুই সুপারস্টার নায়ক সালমান খান এবং নায়িকা ক্যাটরিনা কাইফকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এই বিপিএলের উদ্বোধনও করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএল গবর্র্নিং কাউন্সিলের চেয়ারম্যান, বিসিবি পরিচালক শেখ সোহেল আয়োজন নিয়ে জানান, ‘আমরা দুই বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন। বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে মমতাজ থাকবেন। গানের জন্য আরও থাকছেন এই মুহূর্তে বিশ্ব সঙ্গীতের দুই সাড়া জাগানো শিল্পী। এখনও তারা নিশ্চিত নয় বলে নাম বলব না। আশা করছি, শীঘ্রই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারব।’ যে মঞ্চে সালমান ও ক্যাটরিনা এবং দেশের শিল্পীরা পারফর্ম করবেন, সেই মঞ্চ তৈরি হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জমকালো উদ্বোধন অনুষ্ঠান হতে আর চারদিন বাকি। বিকেল চারটায় শুরু হবে অনুষ্ঠান। শেষ হবে রাত ১০টায়। ছয় ঘণ্টা চলবে অনুষ্ঠান। এর মধ্যে শেখ হাসিনা উদ্বোধনও ঘোষণা করবেন। এবারের বিপিএল বিশেষ মর্যাদা পাচ্ছে। যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে করা হচ্ছে। তাই আয়োজন আকর্ষণীয় করতে কোন কমতি রাখছে না বিসিবি। লীগের সপ্তম আসরকে জমকালো করতে কোন ছাড় দেয়া হচ্ছে না। দেশের সবচেয়ে আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে বলেও মনে করা হচ্ছে। যেখানে দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের ছোঁয়া থাকবে। মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্রও থাকবে। বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ প্রামাণ্য চিত্রও থাকছে। লেজার শো, রঙিন ডিসপ্লে তো থাকবেই। শেষে আতশবাজিতে সব আসরকে পেছনে ফেলার ভাবনাও চলছে। তার আগে বিপিএলে অংশ নিতে যাওয়া সাত দলকে নিয়েও থাকছে আয়োজন। জাঁকজমকপূর্ণ করতে সবধরনের চেষ্টাই করা হচ্ছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী সনু নিগম, কৈলাশ খের সঙ্গীত পরিবেশন করতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে। অরিজিৎ সিংকেও রাখার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ থেকে জেমস ও মমতাজ মঞ্চ মাতাবেন। পাগলা হাওয়ায় ভাসাবেন। উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট ১ হাজার টাকায় পাওয়া যাবে। এছাড়া ৫ হাজার টাকার টিকেটও থাকছে। তবে ভিআইপি টিকেট ১০ হাজার টাকা মূল্যের থাকছে। ৩০০ টাকা মূল্যের টিকেটও থাকতে পারে। ৬ ডিসেম্বর অনুষ্ঠানের টিকেট বিক্রি শুরু হতে পারে। দর্শনার্থীদের জন্য ৮ ডিসেম্বর বিকেল ৩টায় গেট খুলে দেয়া হবে। সাড়ে ৫টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন। থাকবেন দেশ-বিদেশের বিখ্যাত শিল্পী, নায়ক, নায়িকারা; তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। স্টেডিয়ামে স্থাপিত হচ্ছে একটি বিশাল মঞ্চ। পুরোদমে স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজও চলছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এটিকে নিখুঁত করার জন্য কোন ছাড় দেবে না বিসিবি। আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে যোগ দেবেন। আমরাও দেশী ও বিদেশী শিল্পীদের নিয়ে অসাধারণ একটি উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিতে পারব বলে আশা করছি।’ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই ঘোষণা দিয়েছেন, এবারের বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান হবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা। এত জাঁকজমকপূর্ণ উদ্বোধন এদেশের মানুষ আগে কখনও দেখেনি। সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে বিসিবি।
×