ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:৫১, ৪ ডিসেম্বর ২০১৯

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে ॥ তথ্যমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১১ বছরে দেশের মানুষের ক্রয় ক্ষমতা আড়াই শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, ‘আগের চেয়ে বর্তমানে দেশের মানুষের জীবনযাত্রার মান ভাল এবং তাদের ক্রয় ক্ষমতাও বেড়েছে।’ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, দেশের মানুষ তাদের ডাকে সাড়া দেবে না। মন্ত্রী বলেন, ‘সারা বিশ্বেই সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হওয়ায় দেশের মানুষের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এছাড়া বিভিন্ন ইস্যুতে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টায় সর্বদা ব্যস্ত রয়েছে।’ এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রস্তাবিত গণমাধ্যম কর্মী (সেবা ও শর্ত) আইন এবং সম্প্রচার আইন শীঘ্রই প্রণয়ন করা হবে। তিনি বলেন, দুটি আইন বর্তমানে আইন মন্ত্রণালয়ের অধীনে যাচাই-বাছাই করা হচ্ছে। একাডেমিয়া আইইউবি মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এতে ‘ও’ এবং ‘এ’ লেভেলের ১৯৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।
×