ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে চার ইটভাঁটি বন্ধ ॥ জরিমানা

প্রকাশিত: ১২:১৪, ৪ ডিসেম্বর ২০১৯

নারায়ণগঞ্জে চার ইটভাঁটি বন্ধ ॥ জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত চারটি ইটভাঁটিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে এ অভিযান চালায়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানার নেতৃত্বে এ অভিযান চলে। এ সময় চারটি ইটভাঁটিকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভেকু দিয়ে চারটি ইটভাঁটির স্ট্রাকচার ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইটভাঁটিগুলো কার্যক্রম বন্ধ রাখার মালিকদের নির্দেশনা দেয়া হয়। ইটভাঁটিগুলো হলো-শাহাবুদ্দিন ব্রিকস, সাউদ আরবান ব্রিকস, সুপার ব্রিকস ও মেসার্স পুপুলার ব্রিকস। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ারসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ও পুলিশের সস্যরা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে যেসব ইটভাঁটি আধুনিক পদ্ধতিতে গড়ে উঠেনি এবং অবৈধভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। কয়েকদফা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন থেকে নোটিস দেয়ার পরও তারা তাদের ইটভাঁটি গুণগতমান পরিবর্তন করেননি। এসব ইটভাঁটিকে চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে চারটি ইটভাঁটিকে ১৫ লাখ টাকা জরিমানা এবং এগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ট্রেনের বগি থেকে নবজাতকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে লোকাল ট্রেনের বগিতে রেখে যাওয়া একটি ব্যাগ থেকে নবজাতকের মরদেহে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে রেলওয়ে পুলিশ শহরের বাজার রেলওয়ে স্টেশনে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জে আসা লোকাল ট্রেনের বগি থেকে এ মরদেহ উদ্ধার করে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ জানান, লোকাল ট্রেনটি কামারখন্দের জামতৈল স্টেশন পার হলে পুলিশ তল্লাশি চালায়। তখন শেষ বগিতে সিটের ওপর ফেলে রাখা একটি ব্যাগ পাওয়া যায়। পরে ওই ব্যাগটি খোলার পর সেখান থেকে সাদা কাপড়ে মোড়ানো নবজাতক শিশুর লাশ দেখতে পাওয়া যায়।
×