ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্যার জগদীশ চন্দ্র বসুর ১৬২তম জয়ন্তী পালন

প্রকাশিত: ১২:১৪, ৪ ডিসেম্বর ২০১৯

স্যার জগদীশ চন্দ্র বসুর ১৬২তম জয়ন্তী পালন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ১৬২তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উক্ত শ্রীনগর উপজেলার রাড়িখালে বিজ্ঞানীর পৈত্রিক বাড়িতে স্যার জগদীশ চন্দ বসু ইনস্টিটিউশন ও কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় তিনি বলেন, জগদীশ চন্দ্র বসু ১৪০-১৫০ বছর আগে গাছের প্রাণের বিষয়টি আবিষ্কার করে বিশ^খ্যাত হয়েছিলেন। তার পৈত্রিক বাড়িঘর সংস্কার করার জন্য প্রতœতত্ত্ব অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে। মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরীর দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এই মাসের মধ্যে উপজেলা সদরের মধ্যে ৬০ শতক জায়গা দিলে সংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করে দেয়া হবে। সেখানে অডিটরিয়াম, মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়াসহ মুক্তমঞ্চ থাকবে যেখানে নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, জগদীশ চন্দ্র বসুর জয়ন্তীসহ বিভিন্ন রকম অনুষ্ঠান করা যাবে। স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিশন ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ ফরহাদ আজিজ প্রমুখ।
×