ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনার ৯ পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘট পালিত

প্রকাশিত: ১২:১৩, ৪ ডিসেম্বর ২০১৯

খুলনার ৯ পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘট পালিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বকেয়া পাওনাসহ খুলনায় পাটকল পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, মজুরি কমিশন বাস্তবায়ন করাসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট শ্রমিকরা পালন করেছে। ধর্মঘট কর্মসূচীর অংশ হিসেবে শ্রমিকরা কাজ বন্ধ রেখে স্ব স্ব মিলগেটে অবস্থান করে। বিকেল তিনটায় স্ব স্ব মিলগেটে শ্রমিকরা তাদের দাবির সর্মথনে বিক্ষোভ সমাবেশ করেছে। খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে এ কর্মসূচী একযোগে পালিত হয়। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ- নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে পূর্ব ঘোষিত ছয় দিনের কর্মসূচীর চতুর্থ দিনের এ কর্মসূচীতে খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার শ্রমিক-কর্মচারীরা এ কর্মসূচীতে অংশ নেয়। এর আগে সোমবার ২৪ ঘণ্টা ধর্মঘটের সর্মথনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে স্ব-স্ব মিলগেটে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল হামিদ সরদার, যুগ্ম-আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, খালিশপুর জুট মিল সিবিএর সাধারণ সম্পাদক ইব্রাহীম শেখ প্রমুখ। ক্রিসেন্ট জুট মিলের সিবিএ নেতা মোঃ মুরাদ হোসেন বলেন, আমরা মজুরি কমিশন বাস্তবায়ন, বেসরকারিকীরণ বন্ধ, বকেয়া বেতন ভাতাদি বন্ধসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছি। এ দাবি মেনে না নেয়া পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে। তিনি বলেন সরকার শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা প্রদানের জন্য যে অর্থ বরাদ্দ দিয়েছে তা এখনও আমরা হাতে পাইনি। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহী পাটকলের শ্রমিক-কর্মচারীরা উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত চলবে। সকাল থেকে পাটকলের উৎপাদন বন্ধ রেখে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। তবে বিকেল ৪টায় তারা মিলগেটে সমাবেশ করে। পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে দেয়াসহ ১১ দফা দাবিতে গত ১৭ নবেম্বর ৬ দিনের কর্মসূচীর ঘোষণা দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস জানায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আন্দোলনে রয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করে চট্টগ্রামের আমিন জুটমিলের শ্রমিকরা। মিলগেটে পালিত হয় অবস্থান কর্মসূচী। এতে করে উৎপাদন বন্ধ থাকে পাটকলে। মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয় ২৪ ঘণ্টার কর্মবিরতি। পাটকল সিবিএ, নন-সিবিএ ও সংগ্রাম পরিষদের নেতারা অংশ নেন কর্মসূচীতে। তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলের চাকরি থেকে অবসরে যাওয়ার পরও অনেকে এখনও এককালীন সুযোগ সুবিধা বুঝে পাননি। এর মধ্যে কেউ কেউ এমনকি অনেকের নমিনীও মারা গেছেন। এ পরিবারগুলো অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। মজুরি কমিশন বাস্তবায়িত না হওয়ায় পাটকল শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছেন। বারবার আশ^াস দিয়েও মজুরি কমিশন বাস্তবায়নসহ দাবিগুলো মেনে নেয়া হয়নি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। মিলগেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আমিন জুট মিলস সিবিএ সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, সংগ্রাম পরিষদের শামসুল আলম প্রমুখ।
×