ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয়পুুরহাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

প্রকাশিত: ১২:১৩, ৪ ডিসেম্বর ২০১৯

জয়পুুরহাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুুরহাট, ৩ ডিসেম্বর ॥ সদর উপজেলার জলাটুল এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় স্কুলগামী শিশুকন্যা ও তার মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার সুন্দরপুর গ্রামের নূর আলমের স্ত্রী রিফা আক্তার ও তার শিশুকন্যা আনিকা আক্তার। জানা যায়, আনিকা সদর উপজেলার হেলকু-া বাজারের বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী রিফা তার শিশুকন্যাকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানযোগে স্কুলে যাওয়ার পথে হেলকু-া এলাকায় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানযাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক ও হেল্পার পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটি আটক করে। ত্রিশালে এএসআই ও শ্যালক স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রায়মনিতে মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন পুলিশের এএসআই আমিনুল ইসলাম (৩০)সহ ২ জন। আরেকজন আমিনুলের শ্যালক জাহিদুল (২২)। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, ভোর ৩টার দিকে ময়মনসিংহ থেকে ভালুকা যাওয়ার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ত্রিশাল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে। ফুলবাড়িয়া থানায় কর্মরত এএসআই আমিনুল ইসলাম ভালুকার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বরিশালে সেনাসদস্য স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, থ্রি-হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্য তাজুল ইসলাম স্বপন (৫২) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ববানারীপাড়া সড়কের গাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী তাজুল ইসলাম স্বপন বানারীপাড়ার চাখারের মাদারকাঠি গ্রামের বাসিন্দা। জেলা ট্রাপুশের বানারীপাড়ার দাত্বে থাকা সার্জেন্ট মোঃ আসাদ জানান, মোটরসাইকেলযোগে তাজুল ইসলাম চাখার থেকে বলের উদ্দেশে যাচ্ছিল এবং থ্রি-হুইলার মাহিন্দ্রাবানারীপাড়ার দিকে আসছিল। পথে গাবতলা নামক স্থানে উভয় যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাজুল ইসলাম নিহত হয়। ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে প্রায় দেড়ঘণ্টা ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভালুকায় রোলার চালক নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, মঙ্গলবার দুপুরে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় পারটেক্স ডেনিশ মাল্টিপারপাস লিমিটেডের ভেতরে রোলারে পিষ্ট হয়ে শাহজাহান মিয়া(৫০) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। নিহত ড্রাইভার লক্ষ্মীপূর জেলার শ্যামগঞ্জ গ্রামের ওয়ালি উল্যাহর ছেলে। জানা যায়, কোম্পানিটির সম্প্রসারণের কাজ চলছে। মিলটির রাস্তার কাজের জন্য রোলারটি ভাড়া করে আনা হয়। নিহত শাহজাহান তার বড় ভাইয়ের রোলারের ড্রাইভার হিসেবে কাজ করতেন। রাস্তার কাজ করার সময় হঠাৎ রোলারটির চাকায় কিছু আটকে যায়। রোলারের মেশিনটি চালু রেখে শাহজাহান নিচে গিয়ে রোলারের চাকা দেখতে ছিলেন। এ সময় আচমকা রোলারটি সামনের দিকে চলতে থাকে। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাগেরহাটে শিশু স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, কচুয়ায় বাসের চাপায় বাইজিদ শেখ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কিসমত পিঙ্গুরিয়া গাবতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইজিদ শেখ কিসমত পিঙ্গুরিয়া গ্রামের বাদশা শেখের ছেলে। কচুয়া থানার এসআই হাবিবুর রহমান জানান, সকালে মোরেলগঞ্জের তুলাতলা এলাকার নানা বাড়ি থেকে অটোযোগে মায়ের সঙ্গে নিজ বাড়িতে আসছিল বাইজিদ শেখ। সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কিসমত পিঙ্গুরিয়া নামক স্থানে নেমে অটোর ভাড়া দিচ্ছিলেন বাইজিদের মা। এ সময় বাইজিদ রাস্তা পার হয়ে বাড়িতে যাওয়ার সময় সাইনবোর্ড থেকে মোরেলগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে বাইজিদের মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই বাইজিদ মারা যায়। বাসের চালক বাসটি চালিয়ে চলে যায়। পলাশবাড়িতে কণ্ঠশিল্পী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গাইবান্ধা পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ের সৈয়দ প্লাজার সামনে সোমবার রাতে রংপুরগামী একটি মালবোঝাই মিনি ট্রাকে চাপা পড়ে খায়রুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত খায়রুল ইসলাম সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া (সরদারপাড়া) গ্রামের মৃত খেজের উদ্দিনের ছেলে। পলাশবাড়ি থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুরগামী একটি মালবোঝাই মিনি ট্রাক পথচারী খায়রুল ইসলামকে চাপা দিলে তার বাম পা থেতলে গিয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খাইরুল ইসলাম বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের নিয়মিত দোতরা বাদক ও কণ্ঠশিল্পী এবং গাইবান্ধা জেলা মোটর ট্রাক শ্রমিক ইউনিয়ন (ধাপেরহাট বাসস্ট্যান্ড) এর চেইন মাস্টার ছিল। সীতাকু-ে শিশু নিজস্ব সংবাদদাতা সীতাকু- থেকে জানান, চট্টগ্রামের সীতাকু-ে এক ডাক্তারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোঃ সিয়াম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভেতরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পৌরসদর মৌলভীপাড়া এলাকার কামরুল ইসলামের পুত্র এবং স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী আনা-নেয়ার বেসরকারী এ্যাম্বুলেস চালকের সহকারী। ঘটনার পর থেকে শিশুর পিতা-মাতা দুই জনই অজ্ঞান হয়ে বার বার মূর্ছা যাচ্ছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে সিয়ামের মা অসুস্থ হলে চিকিৎসা নিতে আসেন পিতা-মাতাসহ একমাত্র সিয়াম। এরপর মা চিকিৎসা নিয়ে বাইরে দাঁড়ালে বিশ ফুট দূরত্বে এ্যাম্বুলেন্সের পাশে পিতা দাঁড়ানো ছিল। হঠাৎ পিতার কাছে সিয়াম দৌড়ে যেতেই হাসপাতালের পরিবার-পরিকল্পনা বিভাগের ডাঃ পিয়াংকা চৌধুরীর গাড়িচালক দ্রুত গতিতে যাওয়ার সময় চাপা দেয় সিয়ামকে। পর পর অন্যরা উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সিয়ামের মৃত্যু হয়। একমাত্র পুত্রের অস্বাভাবিক এই ঘটনা মেনে নিতে না পেরে সঙ্গে সঙ্গে সিয়ামের পিতা-মাতা অজ্ঞান হয়ে পড়ে। আড়াইহাজারে পথচারী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া এলাকায় অটোরিক্সা ধাক্কায় শুক্কুর আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আড়াইহাজার-মদনপুর সড়কে। নিহত শুক্কুর আলী উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর গভীর রাতে সে মারা যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়াইহাজার-মদনপুর সড়কের নোয়াপাড়া এলাকায় শুক্কুর আলী রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগ্রামী একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শুক্কুর আলী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। সাতক্ষীরায় বৃদ্ধ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ট্রলির চাপায় শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলার সখিপুর বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। পুলিশ জানান, শফিকুল সখিপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় ইঞ্জিনচালিত ট্রলির চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঝিনাইদহে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, শৈলকুপা উপজেলার বাদাপাড়া ব্রিজ এলাকায় ট্রাকচাপায় নুরালী হোসেন (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শৈলকুপা-কাতলাগাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরালী হোসেন কৃষ্ণনগর গ্রামের মৃত ওলিম উদ্দিনের ছেলে। শৈলকুপা থানার ওসি জানান, সকালে ভ্যানযোগে নুরালী হোসেন শৈলকুপা আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে সামনের দিক থেকে আসা ট্রাক ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে নুরালী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×