ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সার বীজ বিতরণ

প্রকাশিত: ১২:১২, ৪ ডিসেম্বর ২০১৯

সার বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ৩০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দাসিয়ারছড়ার কমিউনিটি রিসোর্স সেন্টারে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সার্বিক ব্যবস্থাপনায় ৩০ বিঘা জমিতে গম চাষের জন্য বারি গম-২৫ ও ২৮ জাতের ১২০০ কেজি বীজ ও চাষাবাদের জন্য ১৮৯ কেজি ইউরিয়া, ১২৬০ কেজি টিএসপি, ১০৫০ কেজি এমওপি, ১০৫০ কেজি জিপসাম, ১২০ কেজি দস্তা, ৭০ কেজি বরিক এসিড, ১৪০ কেজি ফুরাডান বিতরণ করা হয়েছে। বাল্যবিয়ে রোধে সভা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ইউনিসেফ এর সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিয়ে বন্ধে ইমাম ও গ্রাম পুলিশদের ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ইউনিসেফ এর জেলা সমন্বয়কারী তাজুল ইসলাম। স্থানীয় সরকার বাগেরহাটের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মামুনুর রশীদ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট শাহীনুজ্জামান, মহিলাবিষয়ক অধিদফতরের উপ-পরিচারক হাসনা হেনা, সহকারী কমিশনার আলীমুজ্জামান মিলন, ইশতিয়াক আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর কামরুল হাসান প্রমুখ।
×