ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গ্রীন ও ক্লিন সিটি বাস্তবায়নে সফল হতেই হবে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ১২:১০, ৪ ডিসেম্বর ২০১৯

গ্রীন ও ক্লিন সিটি বাস্তবায়নে সফল হতেই হবে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী চট্টগ্রামকে সত্যিকারের গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। আধুনিক নগরের সব সুযোগ-সুবিধা আমরা নিশ্চিত করতে চাই। এক্ষেত্রে আমাদের সফল হতেই হবে। মঙ্গলবার দুপুরে আন্দরকিল্লায় চসিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র কথাগুলো বলেন। এ সময় তিনি তুলে ধরেন তার সময়ে গৃহীত ও বাস্তবায়িত প্রকল্প এবং চলমান কর্মকা-। নাগরিক সুবিধা বাড়াতে কর্পোরেশনের উদ্যোগ প্রসঙ্গে তিনি জানান, পরিচ্ছন্ন নগরী গড়তে বিভিন্ন আধুনিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমরা সত্যিকারের গ্রীন ও ক্লিন সিটি করতে চাই, সফলতা আসবেই। পরিচ্ছন্নতা অভিযানে চসিকের কর্মকা- প্রসঙ্গে মেয়র জানান, ১ হাজার ৩৭৫টি খোলা ডাস্টবিনের মধ্যে ৮২৫টি এরমধ্যে অপসারণ করা হয়েছে। নগরীতে জনসংখ্যা বৃদ্ধির কারণে বর্জ্যও বেড়েছে। জনদুর্ভোগ লাঘব করতে দিনের পরিবর্তে রাতে বর্জ্য অপসারণ হচ্ছে। আমরা এরমধ্যেই ৯ লাখ বিন বিতরণ করেছি। নিয়োগ দিয়েছি ১ হাজার ৯৭২ পরিচ্ছন্ন শ্রমিক। আরও উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম প্রমুখ।
×