ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীদের জন্য র‌্যাম্প হচ্ছে

প্রকাশিত: ১২:০৭, ৪ ডিসেম্বর ২০১৯

প্রতিবন্ধীদের জন্য র‌্যাম্প হচ্ছে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে ছাত্রলীগের পক্ষ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঢালুপথ (র‌্যাম্প) নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে র‌্যাম্প নির্মাণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সদস্য যোশীয় সাংমা চিবল, ফরিদা পারভীন ও শিক্ষার্থী হৃদয় সরকার। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র‌্যাম্প স্থাপনের জন্য ছাত্রলীগের ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়।
×