ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে পুলিশ সদস্যদের জন্য নির্মাণ করা হলো ডরমিটরি

প্রকাশিত: ১২:০৬, ৪ ডিসেম্বর ২০১৯

রাজধানীতে পুলিশ সদস্যদের জন্য নির্মাণ করা হলো ডরমিটরি

স্টাফ রিপোর্টার ॥ আদালতে সাক্ষ্য দেয়া বা সরকারী কাজে দেশের জেলা, থানা ও প্রত্যন্ত এলাকা থেকে ঢাকা শহরে আসা পুলিশ সদস্যদের জন্য আবাসন ব্যবস্থা করা হয়েছে। এজন্য রাজধানীর তেজগাঁও থানা কমপ্লেক্সে ১০ তলা ভিতের উপর নির্মাণ করা হয়েছে ৪ তলা বিশিষ্ট ডরমিটরি। মঙ্গলবার সকাল ১০টায় এই ডরমিটরি উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। উদ্বোধনকালে আইজিপি জানান, এই ডরমিটরিকে বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন সংযোজন। জাবেদ পাটোয়ারী জানান, বিসিএস পুলিশ অফিসারদের থাকার জন্য অফিসার্স মেস ব্যবহার করা হয়। কিন্তু পুলিশের বড় একটি অংশ, কনস্টেবল থেকে ইন্সপেক্টররা সাক্ষ্য দেয়া বা অন্য কোন সরকারী কাজে ঢাকা শহরে এলে তাদের থাকার জন্য কোন ডরমিটরি ছিল না। তেজগাঁওয়ে ডরমিটরি নির্মাণ হওয়ায় এখন এই সমস্যা অনেকাংশে কমে যাবে। ১০তলা ভিতের ওপর বর্তমান ৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে। আইজিপি আরও বলেন, পুলিশের স্থাপনাগুলো উর্ধমুখী সম্প্রসারণ করা জরুরী। পুলিশের সকল স্থাপনা উর্ধমুখী সম্প্রসারণের জন্য দ্রুত পরিকল্পনা প্রণয়নে জোর দিতে হবে। সকল বিভাগীয় শহর ও জেলা শহরে এমন ডরমিটরি নির্মাণের উদ্যোগ নিতে হবে। ১০১টি থানা পুনর্নির্মাণ প্রকল্প নেয়া হয়েছিল। এটি প্রায় শেষ পর্যায়ে। বাকি থানাগুলোও পর্যায়ক্রমে পুনর্নির্মাণ করা হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী সদয় রয়েছেন। এ সময় র‌্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার শফিকুল ইসলামসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশ ডরমিটরিতে রয়েছে আধুনিক সকল সুযোগ-সুবিধা। এছাড়া পার্কিং সুবিধা, প্রতি তলায় সিঙ্গেল বেডের ৮টি রুম ও ডাবল বেডের ৮টি করে রুম রয়েছে। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে সরকারী কাজে ঢাকায় আগত কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার স্বল্প সময়ের জন্য নামমাত্র ভাড়া দিয়ে থাকতে পারবেন।
×