ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইচআইভি নির্ণয়ে সবাইকে র‌্যাপিড টেস্ট করাতে হবে ॥ ভিসি বিএসএমএমইউ

প্রকাশিত: ১২:০৫, ৪ ডিসেম্বর ২০১৯

এইচআইভি নির্ণয়ে সবাইকে র‌্যাপিড টেস্ট করাতে হবে ॥ ভিসি বিএসএমএমইউ

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও প্রতিবছর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডাঃ মিল্টন হলে ৩ ডিসেম্বর দুপুর ১২টায় একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ’। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন, এইচআইভি আক্রান্তের প্রকৃত সংখ্যা নির্ণয়ে সংশ্লিষ্ট সকল মানুষকে র‌্যাপিড টেস্টের আওতায় আনতে হবে। তিনি বলেন, এইডস আক্রান্তদের মৃত্যুহার শূন্যের কোটায় নামিয়ে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অনুষ্ঠানে অন্য বক্তারাও এইচআইভি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল এইডস এসটিডি কন্ট্রোল‘র পরিচালক আমিনুল ইসলাম মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ, অবস এ্যান্ড গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ তৃপ্তি রাণী দাস, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সালেহা বেগম চৌধুরী, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সাইফ উল্লাহ মুন্সী, অধ্যাপক ডাঃ বেগম নাসরিন, ডাঃ মেরিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (হাসপাতাল) ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ব্রিগে. জেনারেল ডাঃ এ কে মাহবুবুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক ডাঃ মোঃ নাজমুল করিম মানিক। -বিজ্ঞপ্তি
×