ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুয়েট সমাবর্তন কাল, সনদ নেবেন ২২৩১ গ্র্যাজুয়েট

প্রকাশিত: ১২:০৫, ৪ ডিসেম্বর ২০১৯

চুয়েট সমাবর্তন কাল, সনদ নেবেন ২২৩১ গ্র্যাজুয়েট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ সমাবর্তন কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও চুয়েটের আচার্য মোহাম্মদ আবদুল হামিদ। সমাবর্তনে বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ২ হাজার ২৩১ জনকে ডিগ্রী এবং সর্বোচ্চ সিজিপিএ অর্জন করা ৪ শিক্ষার্থীকে দেয়া হবে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’। সমাবর্তনকে সামনে রেখে চুয়েটে উৎসব আমেজ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবর্তনের প্রস্তুতি ও যাবতীয় তথ্য তুলে ধরা হয়। সমাবর্তন প্রচার ও মিডিয়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. আসিফুল হক জানান, সমাবর্তনে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। লিখিত বক্তব্যে ড. আসিফুল হক জানান, সমাবর্তনে সনদ গ্রহণ করবেন ২ হাজার ২৩১ জন। এরমধ্যে ২ হাজার ১৪৮ জন স্নাতক, ৭৯ জন স্নাতকোত্তর, ২ জন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ২ জন পিএইচডি ডিগ্রীধারী। ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রী অর্জনকারীরা সমাবর্তনে অংশ নেবেন। এছাড়া আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও দেশী-বিদেশী অতিথিসহ প্রায় ৩ হাজার অতিথি। সমাবর্তনে যে ৪ জনকে স্বর্ণপদক দেয়া হবে তারা হলেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এমকে ইকবাল আহমেদ, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রুবায়া আফসার, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সঞ্জয় বড়ুয়া এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোঃ রাশেদুর রহমান। চুয়েটের ৫০ বছর পূর্তিতে এ সমাবর্তন উৎসবমুখর ও বর্ণাঢ্য। পরদিন শুক্রবার অনুষ্ঠিত হবে দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান।
×