ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থ্রিডি জেব্রা ক্রসিং

প্রকাশিত: ১১:৫৬, ৪ ডিসেম্বর ২০১৯

থ্রিডি জেব্রা ক্রসিং

পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার্থে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে চালু হয়েছে থ্রিডি বা ত্রিমাত্রিক জেব্রা ক্রসিং। পথচারীদের মনে হবে তারা উঁচু নিচু তক্তার ওপর দিয়ে হাঁটছেন। তবে পুরোটাই অপটিক্যাল ইলিউশন। সুবিধা হলো দূর থেকে গাড়ি চালকরা জেব্রা ক্রসিং স্পষ্টভাবে দেখতে পাবে। তাই তারা নিরাপদ দূরত্বে থেকে গাড়ি থামাতে পারবে। থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় পথচারীদের আক্রান্ত হওয়ার সংখ্যা যথেষ্ট বেশি। সরকারী হিসাবে গত চার বছরে ৯শ’ পথচারী প্রাণ হারিয়েছেন। -ইয়াহু নিউজ মোবাইল খরচ বাড়ছে ভারতে ভারতে মঙ্গলবার থেকে প্রধান মোবাইল অপারেটরগুলো ট্যারিফ ৪০ শতাংশ বাড়িয়েছে। বিশ্বের অনেক দেশের তুলনায় ভারতে মোবাইল খরচ অনেক কম ছিল। কিন্তু গতমাসে ভোডাফোন ৭.১ বিলিয়ন এবং ভারতী এয়ারটেল ৩.২ বিলিয়ন ডলার লোকসান দেয়ার পর তারা গ্রাহকদের জন্য মোবাইল বাড়াতে বাধ্য হয়েছে। উল্লেখ্য ভোডাফোন, এয়ারটেল এবং রিলায়েন্স জিও এই তিনটি অপারেটর ভারতে ৯০ শতাংশ মোবাইল সেবা দিয়ে থেকে। কোম্পানি তিনটির গ্রাহক সংখ্যা ১১০ কোটির ওপরে। -টেক ক্রাঞ্চ
×