ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীন ও রাশিয়ার মধ্যে গ্যাস পাইপলাইন চালু

প্রকাশিত: ১১:৫৪, ৪ ডিসেম্বর ২০১৯

চীন ও রাশিয়ার মধ্যে গ্যাস পাইপলাইন চালু

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি ‘জায়ান্ট গ্যাস পাইপলাইনের’ মাধ্যমে দুই দেশকে প্রথমবারের মতো সংযুক্ত করেছেন। এর মাধ্যমে রাশিয়া থেকে চীনে যাবে গ্যাস। এমন উদ্যোগকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন পুতিন। দুই নেতা তিনটি বড় প্রকল্প স্বাক্ষর করেছেন। তার মধ্যে গ্যাস পাইপলাইন অন্যতম। এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ গ্যাস রফতানিকারক হিসেবে মস্কো তার ভূমিকাকে সুদৃঢ় করছে। ভিডিও লিঙ্কের মাধ্যমে পুতিন-জিনপিং আনুষ্ঠানিকভাবে চালু করেন ওই গ্যাস পাইপলাইন । রয়টার্স। তারা এই পাইপলাইনকে ‘পাওয়ার অব সাইবেরিয়া’ হিসেবে আখ্যায়িত করেন। পুতিন বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনাই শুধু নয়। একইসঙ্গে আমাদের মধ্যে রাশিয়া ও চীনের জন্য এটা প্রথম উদ্যোগ। শি জিনপিং বলেন, এই প্রকল্প সহযোগিতার মডেল হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক এক নতুন যুগে প্রবেশ করেছে। সবাই কঠোর পরিশ্রম করেছেন। কারণ, এ প্রকল্পের জন্য যারা কাজ করেছেন তারা খুব কঠোর শ্রম দিয়েছেন। এ সময় ভিডিওতে পাইপলাইন দেখানো হয়, যা সাইবেরিয়ার দুর্গম এলাকা দিয়ে চীন সীমান্তে প্রবেশ করেছে। রাশিয়ার গ্যাস জায়ান্ট প্রতিষ্ঠান বলে পরিচিত গ্যাজপ্রোমের প্রধান নির্বাহী কর্মকর্তা এ্যালেক্সি মিলার বক্তব্য রাখেন আমুর অঞ্চল থেকে। এ সময় শ্রমিকরা হর্ষধ্বনি দিয়ে, গান গেয়ে আনন্দ করেন। এই পাইপলাইনের দৈর্ঘ্য ৩ হাজার কিলোমিটার। ২০২৫ সালে পুরোদমে সচল হবে এই লাইন। তখন এর মধ্য দিয়ে বছরে ৩৮০০ ঘনমিটার গ্যাস চীনকে সরবরাহ করা হবে রাশিয়া থেকে।
×