ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার পার্লামেন্ট স্থগিত ॥ মার্চে আগাম নির্বাচন

প্রকাশিত: ১১:৫৪, ৪ ডিসেম্বর ২০১৯

শ্রীলঙ্কার পার্লামেন্ট স্থগিত ॥ মার্চে আগাম নির্বাচন

শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে মঙ্গলবার থেকে এক মাসের জন্য দেশটির পার্লামেন্ট স্থগিত করেছেন। আগামী মার্চে ডাকা আগাম নির্বাচনকে সামনে রেখে পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেন গোটাবায়া রাজপক্ষে। খবর এএফপির। শ্রীলঙ্কায় গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পান গোটাবায়া। আগামী ৩ জানুয়ারি থেকে পার্লামেন্টের অধিবেশন ফের শুরু হওয়ার কথা। ৭০ বছর বয়সী গোটাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির শুল্ক কমিয়ে আনার ঘোষণা দেন। শ্রীলঙ্কার ভঙ্গুর অর্থনীতিকে পোক্ত করতে এই সিদ্ধান্ত নেন তিনি। আগে শ্রীলঙ্কায় মুল্য সংযোজন কর ছিল ১৫ শতাংশ। এখন তা কমিয়ে ৮ শতাংশে নামিয়ে আনেন গোটাবায়া। এ বছর ইস্টারে শ্রীলঙ্কায় জঙ্গী হামলার পর রাজাপাকসে তার নির্বাচনী প্রচারে মানুষকে নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। তাই শপথ অনুষ্ঠানেও টিভিতে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাটাকেই আমি আমার সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব বলে মনে করি। তাই দেশকে সন্ত্রাস, সংগঠিত অপরাধ কর্মকাণ্ড, ডাকাতি এবং চাঁদাবাজি থেকে বাঁচাতে আমরা রাষ্ট্রের নিরাপত্তা যন্ত্রকে নতুন করে গড়ে তুলব। একইসঙ্গে রাজাপক্ষে সিংহলী সংস্কৃতি, ঐতিহ্য রক্ষারও প্রতিশ্রুতি দেন।
×