ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের অভিযোগ- অভিশংসন শুনানির জন্য ন্যাটো সম্মেলনের সময় বেছে নিয়েছে ডেমোক্র্যাটরা

আমাকে হেয় করা হয়েছে

প্রকাশিত: ১১:৫৩, ৪ ডিসেম্বর ২০১৯

আমাকে হেয় করা হয়েছে

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা ট্রাম্পকে অভিশংসন শুনানির জন্য যে সময়টি বেছে নিয়েছেন তাতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে তিনি ডেমোক্র্যাটদের ফের তুলোধুনা করেছেন। তিনি সোমবার বলেন, আমি যখন ন্যাটো সম্মেলন নিয়ে ব্যতিব্যস্ত থাকব। ডেমোক্র্যাটরা ঠিক তখন আমার অভিশংসন শুনানিতে উপস্থিত থাকার জন্য চিঠি দিয়েছে। ট্রাম্প মনে করেন ডেমোক্র্যাটদের এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাকে হেয় করা হয়েছে। লন্ডনে এবারের ন্যাটো শীর্ষ সম্মেলনে জোট নেতৃবৃন্দের সঙ্গে ট্রাম্প যখন গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন তখন বিরোধী শিবির থেকে তাকে অভিশংসন শুনানিতে অংশ নিতে বলা হয়েছে। ন্যাটোর ৭০ বছর পূর্তিতে এবারের সম্মেলন এই সামরিক জোটটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। ন্যাটো সম্মেলনে যোগ দিতে সোমবার গভীর রাতে লন্ডন পৌঁছান ট্রাম্প। খবর এপির। ন্যাটো জোটের এবারের দুই দিনের এই সম্মেলনে যোগ দেয়াকে নিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন ট্রাম্প। লন্ডনের উদ্দেশে যাত্রা শুরুর আগে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা পূর্ব নির্ধারিত ন্যাটো সম্মেলনের তারিখ জানত। তারপরও একই সময়ে আমাকে অভিশংসন শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। আবার লন্ডন পৌঁছেও তিনি একই কথার পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, আমি বিমানে বসেই ডেমোক্র্যাটদের অভিশংসন শুনানির প্রতি উত্তরে রিপাবলিকানদের তৈরি করা প্রতিবেদনটির বিস্তারিত পড়েছি। রিপাবলিকান শিবির ওই প্রতিবেদনে বলেছে, ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিষয়ে ট্রাম্পের দ্বিমত পোষণের বিষয়টি প্রকৃত অর্থে বাস্তবসম্মত ছিল। রিপাবলিকান শিবিরের প্রতিবেদনটি ভাল হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের এই ধরনের শুনানি চলতে দেয়া যায় না। এসব বন্ধে আমরা সুপ্রীমকোর্টের দারস্থ হতে পারি কি? ট্রাম্প অবশ্য ঠিক কোন ধরনের আইনী ক্ষমতা বলে অভিশংসন শুনানি স্থগিত করতে আদালতের শরণাপন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছেন-তা আপাতত স্পষ্ট হওয়া যায়নি। ন্যাটো জোটের পেছনে যুক্তরাষ্ট্রের বিপুল অঙ্কের অর্থ ব্যয় নিয়ে সমালোচনা ও এই জোটভুক্ত দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার লন্ডন সম্মেলনে যোগ দিতে যান ট্রাম্প। ন্যাটোর এবারের লন্ডন সম্মেলন বিষয়ে ট্রাম্প বলেন, মার্কিন জনগণের জন্য লড়াইয়ের বিষয়টি এবারের সম্মেলনে আলোকপাত করা হবে। দুই মাস ধরে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন শুনানি চলছে। ৪ ডিসেম্বর ট্রাম্পকে শুনানিতে অংশ নেয়ার জন্য একটি চিঠি দেন মার্কিন প্রতিনিধি পরিষদের ইন্টিলিজেন্স কমিটির জুডিসিয়ারি চেয়ারম্যান জেরল্ড নাডলার। চিঠি পাওয়ার পর ট্রাম্পের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, হোয়াইট হাউস নাডলারের চিঠির বিষয়টি পর্যালোচনা করছে। তিনি বলেন, প্রত্যেক আমেরিকান জানে যে, আমাদের মধ্যে বিভেদ তৈরির জন্য এসব করা হচ্ছে। কারণ বিরোধী ডেমোক্র্যাটরা ভাল করেই জানে, প্রেসিডেন্ট ট্রাম্প কোন অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন। জেরল্ড নাডলার একইদিন ক্ষমতাসীন রিপাবলিকান দলের জুডিসিয়ারি কমিটিকেও অপর একটি চিঠি দেন।
×