ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বিজ্ঞাপন সরাল গুগল, ইউটিউব

প্রকাশিত: ১১:৩২, ৪ ডিসেম্বর ২০১৯

ট্রাম্পের বিজ্ঞাপন সরাল গুগল, ইউটিউব

প্রতিষ্ঠানের নীতিমালা অমান্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনশ’র বেশি বিজ্ঞাপন সরিয়েছে গুগল এবং ইউটিউব। গ্রীষ্মজুড়েই চলেছে এই ভিডিও প্রচার। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে তোপের মুখে রয়েছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। সামাজিক মাধ্যমগুলো কীভাবে রাজনৈতিক বিজ্ঞাপনগুলো নিয়ন্ত্রণ করছে তা নিয়েও শঙ্কা বাড়ছে। ইতোমধ্যেই নিজেদের প্ল্যাটফর্ম সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনশ’র বেশি ভিডিও বিজ্ঞাপন বাতিল করা হয়েছে, এর বেশিরভাগই গ্রীষ্মজুড়ে প্রচার হয়েছে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অমান্য করেছে। টেলিভিশনের তুলনায় অনলাইন বিজ্ঞাপনগুলো আশ্চর্যজনক হারে মিথ্যা ছড়াতে পারে। মেশিন লার্নিং এলগরিদমের মাধ্যমে এই বিজ্ঞাপনগুলো দ্রুতগতিতে এবং বড় পরিসরে গ্রাহককে লক্ষ্য বানাতে পারে। বিজ্ঞাপন সরিয়ে নেয়া হলেও কোন নীতিমালা ভাঙ্গা হয়েছে কিনা তা জানা যায়নি।- সিবিএস নিউজ
×