ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই দিনে ৪০ হাজার মণ পেঁয়াজ খালাস

প্রকাশিত: ১১:৩২, ৪ ডিসেম্বর ২০১৯

দুই দিনে ৪০ হাজার মণ পেঁয়াজ খালাস

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ টেকনাফ স্থলবন্দরে দুই দিনে এসেছে প্রায় ৪০ হাজার মণ পেঁয়াজ। সোমবার একদিনে এসেছে ১২৪০ মে.টন তথা ৩১ হাজার মণ। মঙ্গলবার খালাস হয়েছে ৭০১ মে.টন পেঁয়াজ। মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আমদানি হয়ে আসা পেঁয়াজ সাইজে মাঝারি ধরনের হলেও দামে সস্তা পাওয়া যাচ্ছে। ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে পেঁয়াজের দাম। টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, দেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানীয়দের সুবিধার্থে মিয়ানমারে পেঁয়াজের চাহিদাপত্র পাঠানো হয়। ইতিপূর্বে প্রতিদিন পেঁয়াজ ভর্তি একাধিক জাহাজ এসেছে টেকনাফে। তবে এখন থেকে পেঁয়াজ ভর্তি জাহাজের বহর আসবে স্থলবন্দরে। সোমবার বন্দরে নোঙর করা বহু জাহাজ থেকে পেঁয়াজ খালাস করে সঙ্গে সঙ্গে বাজারে পৌঁছানোর ব্যবস্থা করেছে ব্যবসায়ীরা। এখন দেশের বিভিন্ন স্থানে ভোক্তাদের চাহিদা মতো পেঁয়াজ মিলছে। কতিপয় ব্যবসায়ীর চক্রান্তে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে তোলার পরিকল্পনা ভেস্তে গেছে। সরকারের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তার নির্দেশে স্থানীয় রাজস্ব কর্মকর্তাদের সহযোগিতায় নিরলসভাবে মিয়ানমারের পেঁয়াজ আমদানি করেছে ব্যবসায়ীরা। মিয়ানমারের পেঁয়াজে ভর্তি হয়ে গেছে প্রায় আড়ত। দামও কমতে শুরু করেছে বিভিন্ন বাজারে।
×