ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রয়োজনে চোরাগোপ্তা হামলা

দলত্যাগ ঠেকাতে বড় ধরনের আন্দোলনের নির্দেশ তারেকের

প্রকাশিত: ১১:২৭, ৪ ডিসেম্বর ২০১৯

দলত্যাগ ঠেকাতে বড় ধরনের আন্দোলনের নির্দেশ তারেকের

শংকর কুমার দে ॥ সরকারের পতন ঘটানোর জন্য এবং বিএনপির দলত্যাগ ঠেকাতে বড় ধরনের সরকারবিরোধী আন্দোলন শুরু করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেক রহমান। চলতি ডিসেম্বরের মধ্যেই সরকারবিরোধী আন্দোলন করার জন্য প্রয়োজনে চোরাগোপ্তা হামলা, ঝটিকা মিছিল, গুজব ছড়িয়ে নাশকতা সৃষ্টির পটভূমি তৈরি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মতো কর্মসূচী নিয়ে মাঠে নামার নির্দেশ দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। জামায়াতে ইসলামীকে সঙ্গে রেখেই সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার জন্যও নির্দেশ দিয়েছেন তারেক রহমান। বিদেশী প্রভাবশালী রাষ্ট্রগুলোর কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বিএনপি। বিদেশী শক্তির সঙ্গে লবিং করা হচ্ছে যাতে বিএনপি সরকারবিরোধী আন্দোলনে সমর্থন ও সাহায্য পায়, এমন দাবি গোয়েন্দা সংস্থার। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতেই সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য ইতোমধ্যেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমান কথাও বলেছেন। কিভাবে সরকারের পতন ঘটানো যাবে তার জন্য কি ধরনের আন্দোলনের কৌশল নিতে হবে, গতিপ্রকৃতি কি হবে এবং আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার পথ ও পদ্ধতি কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এরপর থেকেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নড়েচড়ে বসেছেন। রাজপথে আন্দোলনের কর্মসূচী দেয়া হচ্ছে। বিএনপির নেতৃবৃন্দ সরকারবিরোধী কড়া ভাষায় কথা বলে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বলে গোয়েন্দা সংস্থার দাবি। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, বিএনপির নীতি-নির্ধারক মহলের সাম্প্রতিক সময়ের বৈঠকে, বিশেষ করে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলেছিলেন যে, ডিসেম্বরে একটি বড় ধরনের আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এর পেছনে একটি বড় কারণ বা অজুহাত খাড়া করছে যে, এখন সরকারের জনপ্রিয়তায় একটা ভাটার টান পড়েছে। দ্রব্যমূল্যের উর্ধগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সরকারের মধ্যে একটি অসন্তোষ তৈরি হয়েছে। এই সুযোগটা তারা কাজে লাগাতে চাইছে। এজন্যই লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সারাদেশে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, লন্ডনে পলাতক তারেক রহমানের সবুজ সংকেত পাওয়ার পরপরই বিএনপির প্রভাবশালী নেতা ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, যদি বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত না হয় তাহলে বিএনপি একদফা আন্দোলনে যাবে। এ নিয়ে বিএনপির মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিএনপি যখন এই প্রস্তুতি নিচ্ছে তখন তাদের দলের একটি অংশ ধাপে ধাপে আন্দোলনকে না বাড়িয়ে কিংবা পূর্বপ্রস্তুতি গ্রহণ না করেই হঠাৎ করেই চূড়ান্ত আন্দোলনের কর্মসূচী ঘোষণা করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে এ নিয়ে দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছেন।
×