ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যাত্রা শুরু হলো ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের

প্রকাশিত: ১১:২৩, ৪ ডিসেম্বর ২০১৯

যাত্রা শুরু হলো ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের

বিশেষ প্রতিনিধি ॥ নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে এই ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিভ্রমণ করবে রাজধানীর বিভিন্ন রাস্তায়। যে কোন স্থানের খাবার পরীক্ষা করবে এই পরীক্ষাগার। এই লক্ষ্যে মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী বলেন, আমাদের ‘রি-এ্যাকটিভ এ্যাপ্রোচ’ থেকে বেরিয়ে আসতে হবে এবং ‘প্রো-এ্যাকটিভ এ্যাপ্রোচ’ অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে জনগণকে সচেতন করার জন্য ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার অত্যন্ত যুগান্তকারী একটি উদ্যোগ। ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে এবং খাবার নিরাপদ বা অনিরাপদ কি না তা পরীক্ষা করবে।
×