ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার সুপারিশ সংসদীয় কমিটির

প্রকাশিত: ১১:২২, ৪ ডিসেম্বর ২০১৯

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার সুপারিশ সংসদীয় কমিটির

সংসদ রিপোর্টার ॥ বাজারে চালের দাম যাতে কোনভাবেই না বাড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার পাশাপাশি কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একইসঙ্গে চালের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি করারও সুপারিশ করেছে কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করা হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকে খাদ্য মন্ত্রণালয় জানায়, চলতি অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে কৃষকদের কাছ থেকে ৬ লাখ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা। উপজেলা পর্যায়ে প্রান্তিক ও নারী কৃষকদের অগ্রাধিকার দিয়ে ধান বিক্রয়কারী কৃষকদের তালিকা করা হয়েছে। সে তালিকা অনুযায়ী ধান সংগ্রহ করা হচ্ছে। গত ২০ নবেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ২৮ নবেম্বর পর্যন্ত মোট ২৪৫ টন ধান সংগ্রহ করা হয়েছে।
×