ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আপীল বিভাগে খালেদার জামিনের সুযোগ আছে ॥ ড. কামাল

প্রকাশিত: ১১:২২, ৪ ডিসেম্বর ২০১৯

আপীল বিভাগে খালেদার জামিনের সুযোগ আছে ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ আপীল বিভাগে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার যে শুনানি চলছে তাতে তাঁর জামিনের সুযোগ আছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার বিকেলে তাঁর মতিঝিল অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকেও সেটা স্পষ্ট করে বলা হয়েছে। আমি স্পষ্ট করেই বলছি, তাঁর জামিনের সুযোগ অবশ্যই আছে। বৈঠক শেষে জেএসডি সভাপতি আসম আবদুর রব বলেন, আমরা গত মাসের ২২ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তিনি অত্যন্ত সরল মনে আমাদের বললেন, খালেদা জিয়ার আত্মীয়-স্বজনসহ পরিবারের সবাই তাঁর সঙ্গে দেখা করেছেন। আপনারা কেন পারবেন না। অবশ্যই দেখা করতে পারবেন। তার অর্থ নীতিগতভাবে তিনি আমাদের দেখা করার অনুমতি দিয়ে দিয়েছেন। আরও বললেন শুধু আইজি প্রিজনের কাছে আমি দায়িত্বটা দিচ্ছি যাতে অফিসিয়াল ফরমালিটিজটা মেনটেন করা হয়। এ পর্যন্ত আইজি প্রিজন সাহেব কিছু জানাননি। আমি বহুবার ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছি, তারা আমাদের সদুত্তোর দিতে পারেননি। তারা আমাদের খালেদা জিয়াকে দেখার সুযোগ দিচ্ছেন না।
×