ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গায় আর কোন স্যুয়ারেজ লাইন পতিত হলে সেগুলো বন্ধ করতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ১১:২০, ৪ ডিসেম্বর ২০১৯

বুড়িগঙ্গায় আর কোন স্যুয়ারেজ লাইন পতিত হলে সেগুলো বন্ধ করতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বুড়িগঙ্গায় পতিত হওয়া ৬৮টি স্যুয়ারেজ লাইন ছাড়া আর কোন লাইন নদীতে পতিত হলে সেগুলো বন্ধ করে ৭ জানুয়ারির মধ্যে হলফনামা দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজধানীর বনানীর এফআর টাওয়ার তৈরিতে নক্সা জালিয়াতির মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ সাইদুর রহমানের জামিন মেলেনি হাইকোর্টে। তবে তাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামি কামরুল ইসলাম সাইমুন ও রাফিউল রাব্বির জামিন আবেদন খারিজ করে দিয়েছ হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। অন্যদিকে ধান, গম, পেঁয়াজ, রসুনসহ সকল কৃষিপণ্য ও পোল্ট্রি ফিড থেকে উৎপাদিত মুরগি, ডিম ও ডেইরি দুধের ন্যায্যমূল্য ঠিক করার জন্য একটি স্বাধীন ন্যায্যমূল্য কমিশন গঠন চেয়ে সরকারের প্রতি আইনী নোটিস পাঠানো হয়েছে। বুড়িগঙ্গায় পতিত হওয়া ৬৮টি সুয়্যারেজ লাইন ছাড়া আর কোন লাইন নদীতে পতিত হলে সেগুলো বন্ধ করে ৭ জানুয়ারির মধ্যে হলফনামা দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
×