ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোটর বাইক দুর্ঘটনায় আহত ইডেনছাত্রী জুঁইর মৃত্যু

প্রকাশিত: ০৯:২৮, ৩ ডিসেম্বর ২০১৯

মোটর বাইক দুর্ঘটনায় আহত ইডেনছাত্রী জুঁইর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ টানা দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেওে গেলেন উবারে মোটরসাইকেলে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত ইডেন কলেজছাত্রী আকলিমা আকতার জুলিয়া জুঁই। সবাইকে কাঁদিয়ে শেষ পর্যন্ত পরপারে চলে গেলেন ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এই মেধাবী ছাত্রী। তার মৃত্যুতে প্রিয় শিক্ষাঙ্গনে এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ৩০ নবেম্বর শনিবার সকালে কাজীপাড়ার বাসা থেকে বের হন জুঁই (২৫)। তিনি ফার্মগেটের একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। দ্রুত যাওয়ার জন্য রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলে করে ফার্মগেট যাচ্ছিলেন। বিজয় সরণি মোড়ে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। অচেতন অবস্থায় মোটরসাইকেল চালকই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করেন। জুঁইয়ের পিতা আবুল কালাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পায় জুঁই। অচেতন হয়ে পড়ে। ঢাকা মেডিক্যালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুঁইয়ের মৃত্যু হয়। তবে মেয়ের মৃত্যুর জন্য জুঁইয়ের পিতা কাউকে অভিযুক্ত করেননি। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোঃ পারভেজ ইসলাম জানান, নিহত জুঁই নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের সঙ্গে মিরপুর পূর্ব কাজীপাড়ার ৫০৩ নম্বর বাসায় থাকতেন। দুই বোনের মধ্যে জুঁই ছোট ছিল। তেজগাঁও থানার ওসি শামীম অর রশীদ জানান, এ ঘটনায় কোন মামলা হয়নি। পবিরারের তরফ থেকে মামলা না করায় পুলিশ আর মামলা দায়ের করছে না। ইতোমধ্যেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর খবর পাওয়ার পর ইডেন কলেজের অনেক ছাত্রী ও জুঁইয়ের পিতা মাতাসহ পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। তারা হাসপাতালেও গিয়েছিলেন। পরিবার ও কলেজ কর্তৃপক্ষ এবং ইডেনকলেজ ছাত্রীরা কোন ধরনের মামলা দায়ের না করার অনুরোধ করেন। অনাকাক্সিক্ষত ঝামেলা এড়াতে শেষ পর্যন্ত আর মামলা হয়নি।
×