ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রীন ইকোনমিক জোন প্রতিষ্ঠায় এশিয়া আইডিইসি ও পাওয়ার প্যাকের চুক্তি

প্রকাশিত: ০৯:১৭, ৩ ডিসেম্বর ২০১৯

গ্রীন ইকোনমিক জোন প্রতিষ্ঠায় এশিয়া আইডিইসি ও পাওয়ার প্যাকের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ খুলনার মংলায় গ্রীন ইকোনমিক জোনের উন্নয়নকল্পে দেশের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান ‘সিকদার’ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পাওয়ারপ্যাক ইকোনমিক জোন লি. ফ্রান্সভিত্তিক ‘আইডিইসি গ্রুপ এশিয়া’র সঙ্গে সোমবার সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। পাওয়ারপ্যাক ইকোনমিক জোন লিমিটেডের চেয়ারম্যান, রিক হক সিকদার এবং আইডিইসি গ্রুপ এশিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), প্যাট্রিস লাফারগু চীনের সাংহাইয়ের ওয়াল্ডরফ এ্যাস্তোরিয়া বল কক্ষে সংশ্লিষ্ট সংস্থার পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পাওয়ারপ্যাক ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদার এবং উভয় সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা চুক্তির আওতায় আইডিইসি গ্রুপ এশিয়া ২০৫ একর জমির উপর মংলা অর্থনৈতিক অঞ্চলটি বিকাশ ও পরিচালনা করবে। এ উপলক্ষে পাওয়ারপ্যাক অর্থনৈতিক অঞ্চল লিমিটেড এবং আইডিইসি গ্রুপ এশিয়ার শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও হয়। বৈঠকে ঢাকার পূর্বাচলে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ব্যাপারেও আলোচনা হয়, যা আইডিইসি গ্রুপ এশিয়া বাস্তবায়ন করবে। উল্লেখ্য, পাওয়ার প্যাক ইকোনমিক জোন (প্রাইভেট) লিমিটেড, মংলা বন্দরের কাছে দেশের প্রথম বেসরকারী অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে। অঞ্চলটি মংলা বন্দরের এক কিলোমিটার এবং বাগেরহাটের হযরত খানজাহান আলী বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। সিকদার গ্রুপ বাংলাদেশে একটি ‘ডিজাইন, বিল্ড, ফিন্যান্স, নিজস্ব, পরিচালনা ও স্থানান্তর (ডিবিএফআইওটি) ভিত্তিতে প্রথমবারের অর্থনৈতিক অঞ্চলটি বিকাশ ও পরিচালনা করবে। মংলা অর্থনৈতিক অঞ্চলটি ইতোমধ্যে সবুজ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।
×