ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাভার শিল্পকলা একাডেমিক ভবনের দাবিতে র‌্যালি

প্রকাশিত: ০৮:৩০, ৩ ডিসেম্বর ২০১৯

সাভার শিল্পকলা একাডেমিক ভবনের দাবিতে র‌্যালি

সংস্কৃতি ডেস্ক ॥ সংস্কৃতির আলোয় দূরীভূত হোক অপসংস্কৃতির আঁধার, এই প্রতিপাদ্যকে ধারণ করে, সাভার শিল্পকলা একাডেমিক ভবনের দাবিতে র‌্যালি ও মোমবাতি প্রজ্বলন করেছেন সংস্কৃতিকর্মীরা। সাভার সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচীতে সাভারের স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করে। গত শুক্রবার বিকেলে সাভার তারাপুর মাঠ থেকে র‌্যালি শুরু হয়ে সাভার থানা বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এ সময় সাভারের সাংস্কৃতিক কর্মীরা সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ জানায়। পরে র‌্যালিটি বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভারের সভাপতি কাদের তালুকদার। পরে একাত্তরটি মোমবাতি জ্বালিয়ে ’৭১ প্রদীপ প্রজ্বলন’ কর্মসূচী পালন করেন সাংস্কৃতিক কর্মীরা। শুক্রবার গ্রুপ থিয়েটার দিবস উপলক্ষে এ আনন্দ র‌্যালির আয়োজন করে সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট। জাগরণী থিয়েটারের উপদেষ্টা রঞ্জন শিশিরের উপস্থাপনায়, জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্বরণ সাহার সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোট সাভারের সভাপতি কাদের তালুকদার, সহ-সভাপতি পারভীন ইসলাম, কবি জসিম উদ্দিন পরিষদের সভাপতি আ খ ম মিরাজুল ইমলাম, স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের সহ-সভাপতি শফিক পাটোয়ারীসহ সাংস্কৃতিক নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, সাভারে একটি শিল্পকলা একাডেমিক ভবন প্রতিষ্ঠা সাভারের সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি । দীর্ঘদিন যাবত সংস্কৃতিকর্মীরা শিল্পকলা ভবনের দাবিতে আন্দোলন করে আসছেন। সংশ্লিষ্টরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কার্যত কোন কাজের অগ্রগতি হয় নাই। তাই প্রশাসনসহ সকল প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে শিল্পকলা ভবনের জমি বরাদ্দ দেয়া না হলে, সাভারের সকল সংস্কৃতি কর্মীরা ১৫ ডিসেম্বর ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে ঘোষণা করা হয়।
×