ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ পদক প্রদান

প্রকাশিত: ০৮:২৯, ৩ ডিসেম্বর ২০১৯

 রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ পদক  প্রদান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী রংপুর টাউন হলে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা, রংপুর সাহিত্য পত্রের মোড়ক উন্মোচন, পদক প্রদান, পুরস্কার বিতরণ, কবিতা-ছড়া পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর টাউন হলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এতে সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ ২০১৯ প্রদান করা হয় গাইবান্ধার বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার, নাট্যকার ছড়াকার আবু জাফর সাবু ও সংগঠনের উপদেষ্টা এস এম হাবিবুর রহমানকে। এছাড়া শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য অধ্যক্ষ জাকারিয়া স্মৃতি পদক পান রংপুরের দ্য মিলিনিয়াম স্টারস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ নাজমুর রহমান, নারী উন্নয়ন ও সমাজসেবায় খেরাজ আলীর স্মৃতি পদক পান লালমনিরহাটের ফেরদৌসী বেগম ও সংগঠন হিসেবে অবদানের জন্য কুড়িগ্রামের উলিপুরের সশিস পাঠাগার। উল্লেখ্য, সাহিত্য ও সংস্কৃতিসহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিবছর এই সংগঠনটি দেশের গুণীজনদের উল্লেখিত পদকসমূহ প্রদান করে থাকে। অনুষ্ঠানে সাহিত্য ও শিক্ষায় গুণীজনদের পদক, সম্মাননা, উত্তরীয় প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ আলীম উদ্দীনের সভাপতিত্বে অতিথি ছিলেন রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ, কবি ও মুক্তিযোদ্ধা গবেষক মোজাম্মেল বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতী, আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং পদকপ্রাপ্ত গুণীজনরা। অনুষ্ঠানে কবিতা পাঠ পর্বে গাইবান্ধার তরুণ কবি সোহেল রানা এবং রংপুরসহ অন্যান্য জেলার কবি ও সাহিত্যিকরা স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন। শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কৃত করা হয়।
×