ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জি এম সৈকতের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মা’

প্রকাশিত: ০৮:২৯, ৩ ডিসেম্বর ২০১৯

জি এম সৈকতের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মা’

সংস্কৃতি ডেস্ক ॥ নাট্যনির্মাতা জি এম সৈকত তার নিজের ইউটিউব চ্যানেল এমকে টিভির জন্য নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মা’। গতকাল সোমবার থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে এ চলচ্চিত্রের শূটিং শুরু হয়েছে। ‘মা’ গল্পের নাট্যরূপ দিয়েছেন ওসমান গনি বাবলা। চলচ্চিত্রের মা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মিনু মমতাজ। আরও আছেন মিল্টন, আজরা জেবিন তুলি, এসবি বাদল, জিএম স্পর্শ, সাজু আহমেদ প্রমূখ। নির্মাতা জি এম সৈকত বলেন, মা আমাদের জীবনে শ্রেষ্ঠ সম্পদ। মায়ের এক অসাধারন গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণের চেষ্টা করছি। আশা করি দর্শকরা ভাল কিছু দেখতে পাবেন।
×