ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের দু:খ-দুর্দশার কথা শুনলেন মাশরাফী

প্রকাশিত: ০৭:০১, ২ ডিসেম্বর ২০১৯

নড়াইলে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের দু:খ-দুর্দশার কথা শুনলেন মাশরাফী

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নির্বাচনী এলাকায় ফিরে এসেই কুয়াশাচ্ছন্ন ভোরে মধুমতি নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ লোহাগড়া উপজেলার তেতুলিয়া ও ঘাঘা এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার সকালে তিনি প্রথমে তেতুলিয়া এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ট্রলারযোগে ভাঙ্গন কবলিত এলাকা দেখেন এবং পরে ক্ষতিগ্রস্থদের দু:খ দুর্দশার কথা শোনেন। এই এলাকায় আড়াই কিলোমিটার এলাকায় স্থায়ী সংরক্ষণের উদ্যোগ নিবেন বলে তিনি আশ্বাস দেন। এছাড়া ক্ষতিগ্রস্থদের তালিকা করে পুর্নবাসনের ব্যাপারেও উদ্যোগ নেয়া হবে বলে আশ্বাস দেন মাশরাফী। মাশরাফী পরে ঘাঘা এলাকায় নদী ভাঙ্গন ও প্রতীক্ষার জন্য স্থায়ী বাধ নির্মাণ কাজ পরিদর্শণ করেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা. আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×