ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অর জয়ীর নাম

প্রকাশিত: ২৩:৫৪, ২ ডিসেম্বর ২০১৯

ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অর জয়ীর নাম

অনলাইন ডেস্ক ॥ আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফাঁস হলো একটি তালিকায়। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া এই ভোটিংয়ের হিসেব যদি সত্যি হয়, তা হলে ক্রিশ্চিয়ানো রোনারদোর জায়গা হবে না তিন নম্বর স্থানেও। প্রকাশিত তালিকা অনুযায়ী, সবার ওপরে রয়েছেন মেসি, তার পয়েন্ট দেয়া আছে ৪৪৬। তার পরে ৩৮২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন ফন ডাইক। মজার বিষয় হলো, তিন নম্বরে নেই রোনালদো। তার জায়গা হয়েছে ৪ নম্বরে, পয়েন্ট মাত্র ১৩৩। রোনালদোর আগে ১৭৯ পয়েন্ট নিয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছেন লিভারপুলে ফন ডাইকের সতীর্থ মোহামেদ সালাহ। এ দিকে সোমবার (২ নবেম্বর) রাত ১.৩০টায় প্যারিসে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি অর বিজয়ীর নাম। সাধারণত ফিফার 'দ্য বেস্ট' যে জেতেন, তার হাতেই ওঠে ব্যালন ডি'র। সাদা চোখে বিচার করলে মেসিকেই রাখতে হবে এগিয়ে। তা ছাড়া গত মৌসুমও দারুণ কেটেছে ছয়বারের এই বর্ষসেরা তারকার। বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫১ গোল। জিতেছেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপের ট্রফিও। দেশের হয়েও খারাপ যায়নি মেসির ওই বছরটা। যদি বরাবরের মতো ট্রফিহীন কেটেছে। তবে ব্যক্তিগত অর্জনে কমতি ছিল না
×