ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাদলের শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন আহ্বান

প্রকাশিত: ১৩:১৯, ২ ডিসেম্বর ২০১৯

বাদলের শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন আহ্বান

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। রবিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আবেদনপত্র সংগ্রহ এবং ৭ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদল গত ৭ নবেম্বর ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর। আগামী ১৩ জানুয়ারি নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
×