ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টন টেস্ট

রুট-বার্নসের সেঞ্চুরিতে ইংল্যান্ডের লড়াই

প্রকাশিত: ১১:৪২, ২ ডিসেম্বর ২০১৯

 রুট-বার্নসের সেঞ্চুরিতে ইংল্যান্ডের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ওপেনার জো বার্নস এবং অধিনায়ক জো রুটের জোড়া সেঞ্চুরির সৌজন্যে হ্যামিল্টন টেস্টে রেসে ফিরল ইংল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৭৫ রানের জবাবে রবিবার তৃতীয়দিন শেষে ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৬৯ রান। ১০১ রান করে আউট হয়েছেন বার্নস। আর ১৪ ইনিংস পর টেস্টে সেঞ্চুরির দেখা পাওয়া রুট অপরাজিত আছেন ১১৪ রান নিয়ে। সঙ্গী অলি পোপের সংগ্রহ ৪। মাউন্ট মঙ্গানুইয়ে অত্যন্ত বাজেভাবে হেরে যাওয়া ইংলিশদের সিরিজ ড্র করতে হলে এই ম্যাচে জিততেই হবে। কাজটা মোটেই সহজ নয়। যদিও কাল বৃষ্টির কারণে অনেক আগেই খেলা শেষ হয়ে যায়। ২ উইকেটে ৩৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ডকে রেসে ফেরান রুট ও বার্ন। দু’জন মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন মূল্যবান ১৭৭ রান। ৯৭ বলে ফিফটি স্পর্শ করেন বার্নস। পঞ্চাশ ছুঁতে রুট খেলেন ১৪৫ বল। ২০৯ বলে ১৫টি চারে ১০১ রান করে ফেরেন বার্নস। বেন স্টোকস করেন ২৬ রান। ধীর ব্যাটিং করা রুট অবশ্য সেঞ্চুরিতে পৌঁছান ওয়েগনারকে টানা দুই চার মেরে। ২৫৯ বলে পান সেঞ্চুরির দেখা। টেস্টে এটিই তার সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির পর মাঝের ১৪ ইনিংসে আর তিন অঙ্ক ছুঁতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। জ্যাক ক্রলি আউট হন ১ রান করে। প্রায় ১০ ওভার বাকি থাকতে বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামলেও আর খেলা মাঠে গড়ায়নি। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৩৭৫/১০ (১২৯.১ ওভার; লাথাম ১০৫, উইলিয়ামসন ৪, টেইলর ৫৩ নিকোলস ১৬, ওয়াটলিং ৫৫, মিচেল ৭৩, স্যান্টনার ২৩, সাউদি ১৮, হেনরি ৫*, ওয়েগনার ০; ব্রড ৪/৭৩, আর্চার ১/৭৫, ওকস ৩/৮৩, কুরান ২/৬৩)। ইংল্যান্ড প্রথম ইনিংস ২৬৯/৫ (৯৯.৪ ওভার; বার্নস ১০১, সিবলি ৪, ডেনলি ৪, রুট ১১৪*, স্টোকস ২৬, ক্রলি ১, পোপ ৪*; সাউদি ২/৬৩, হেনরি ১/৫৬, ওয়েগনার ১/৭৬)। ** তৃতীয়দিন শেষে
×