ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জ্বর- টিটিতে জাবেদের খেলা নিয়ে সংশয়

প্রকাশিত: ১১:৪১, ২ ডিসেম্বর ২০১৯

 জ্বর- টিটিতে জাবেদের খেলা নিয়ে সংশয়

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ রৌপ্যপদক জয়ের চ্যালেঞ্জ নিয়েই কাঠমান্ডু এসেছিল বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) দল। কিন্তু জাবেদ আহমেদের তীব্র জ্বর সে সম্ভাবনাকে করে তুলেছে সংশয়পূর্ণ। নেপালে এসে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছেন দেশের এক নম্বর এই টিটি খেলোয়াড়। তাই মহাচিন্তায় পড়ে গেছেন দলের কর্মকর্তারা। কারণ আজই টেবিলে খেলতে হবে জাবেদকে। জানা গেছে, জাবেদের অসুস্থতা শুরু হয়েছে ঢাকা থেকেই। শনিবার হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই। কাঠমান্ডু আসার পথে বিমান বাংলাদেশ প্রায় দেড় ঘণ্টা দেরি করে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দেরি বলে পাইলট জানিয়েছিলেন। তখন থেকেই কিছুটা অস্বস্তি বোধ করছিলেন জাবেদ। এরপর কাঠমান্ডুতে এসে জ্বরে পড়েন। সকাল-সন্ধ্যা কাঠমান্ডুতে তাপমাত্রা নেমে আসে ৯ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াসে। তীব্র শীতে অসুস্থ হয়ে পড়েছেন জাবেদ। তার কথায়, ‘বিমান থেকেই কিছুটা অসুস্থ বোধ করছিলাম। কাঠমান্ডুর আবহাওয়া আর শরীর নিতে পারেনি।
×