ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিবি থেকে পদত্যাগ হেলমটের

প্রকাশিত: ১১:৩৯, ২ ডিসেম্বর ২০১৯

  বিসিবি থেকে পদত্যাগ  হেলমটের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ২০১৬ সালের জুনে দেশের ক্রিকেট ডেভেলপমেন্টের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাইমন হেলমট। মূলত বিসিবির হাই পারফর্মেন্স ইউনিটের (এইচপি) কোচ হিসেবেই কাজ করেছেন তিনি। তবে বিভিন্ন সময়ে বিসিবি তাকে প্রয়োজনমাফিক ‘এ’ দল, বিসিবি একাদশসহ নানা পর্যায়ে বয়সভিত্তিক দলসমূহের কোচ হিসেবে কাজে লাগিয়েছে। বিসিবির সঙ্গে সেই দীর্ঘ সম্পর্কের ইতি টানছেন হেলমট। ইতোমধ্যেই গত শনিবার বিসিবির কাছে পদত্যাগপত্রও দিয়েছেন তিনি। কারণ হিসেবে তিনি পারিবারিক সমস্যাকে দেখিয়েছেন। হেলমটের হাত ধরে গত ৩ বছরে অনেক প্রতিভাবান ক্রিকেটার বের হয়েছেন। এইচপির প্রধান কোচ হিসেবে তার সান্নিধ্য পেয়েছেন উদীয়মান ক্রিকেটাররা। তাদের অনেকেই পরবর্তীতে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়ে পরিণত হয়েছেন। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য উদীয়মান তারকাদের নিয়ে কর্মকা- পরিচালনা করেছেন বেশ ভালভাবেই। কিন্তু ২০১৬ সালের জুন থেকে দায়িত্ব শুরুর পর এখন পরিবারের টানে বাংলাদেশে থাকতে পারবেন না হেলমট। শনিবার বিসিবি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিষয়টি হেলমট নিজেই নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আরও কিছু সময় থাকার ইচ্ছা ছিল আমার এ কাজের সঙ্গে। কিন্তু পারিবারিক প্রতিশ্রুতি রক্ষায় এখন আমাকে সরে যেতেই হবে।’ হেলমট এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরেও কোচের দায়িত্ব পালন করেছেন চিটাগং ভাইকিংসের হয়ে। এই দীর্ঘ সময় পর যেতে হলেও ভবিষ্যতে আবার কোন সময় বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। হেলমট এ বিষয়ে বলেন, ‘ভবিষ্যতে এমন আরও সুযোগ এলে আর সব ঠিক থাকলে আমি বিষয়টি অবশ্যই বিবেচনায় আনব। এখানে সকলের সঙ্গে কাজ করাটা দারুণ উপভোগ করেছি। বিশেষ করে এইচপি দল এবং ‘এ’ দলের সঙ্গে।’ বর্তমানে জাতীয় দলের মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্তদের মতো খেলোয়াড়রা এইচপি দলে হেলমটের অধীনে নিজেদের হাত পাকিয়েছেন। তার অধীনে ‘এ’ দল এবং এইপি দলের সাফল্যও এসেছে অনেকগুলো।
×