ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইপিএলে ১১ পয়েন্ট এগিয়ে লিভারপুল

প্রকাশিত: ১১:৩৯, ২ ডিসেম্বর ২০১৯

  ইপিএলে ১১ পয়েন্ট এগিয়ে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার তারা ২-১ গোলে হারিয়েছে ব্রাইটনকে। এর ফলে লীগ টেবিলের শীর্ষস্থানটা আরও সুসংহত করলো জার্গেন ক্লপের দল। সেই সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে মানে-সালাহ-ফিরমিনোরা। লিভারপুলের জয়ের দিনে হতাশ করেছে চেলসি। ওয়েস্টহ্যামের কাছে এদিন তারা ১-০ গোলে হেরেছে নিজেদের ঘরের মাঠে। তবে জয় নিয়েই মাঠ ছেড়েছে জোশে মরিনহোর দল টটেনহ্যাম হটস্পার। স্পার্শরা এদিন ৩-২ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। সেই সঙ্গে স্পেশাল ওয়ান মরিনহোর অধীনে টানা তিন জয় তুলে নিয়েছে টটেনহ্যাম হটস্পার। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের হতাশ করে নিউক্যাসল। ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় সিটিজেনদের। আর এই সুযোগ কাজে লাগিয়ে ব্রাইটনকে পরাজিত করে পয়েন্টের ব্যবধানটাকে ১১তে নিয়ে গেছে শীর্ষে থাকা লিভারপুল। চলতি বছরের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে আজ। এবারের তালিকায় বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির পাশাপাশি অনেকটাই এগিয়ে রয়েছেন লিভারপুলের ডাচ অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। এ্যানফিল্ডে শনিবারও আলো ছড়িয়েছেন তিনি। লিভারপুলের হয়ে দুটি গোলই করেছেন এই ডাচ ফিফেন্ডার। দুটি গোলই এসেছে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের সেট পিস ডেলিভারি থেকে। মাত্র ছয় মিনিটের ব্যবধানে গোল দুটি করেন লিভারপুলের অধিনায়ক। অনেকটা উঁচুতে লাফিলে উঠে হেডের সাহায্যে ২৫ মিনিটের মধ্যে গোল দুটি করেন তিনি। তবে ৭৬ মিনিটে কপাল পুড়ে স্বাগতিকদের। ডি বক্সের বাইরে এসে হাত দিয়ে বল স্পর্শ করার কারণে ম্যাচ শেষের ১৪ মিনিট আগেই এলিসন বেকারকে লালকার্ড দেখানো হয়। সেই সুযোগে ব্রাইটন অধিনায়ক লুইস ডাঙ্ক দারুণ এক ফ্রি-কিকে একটি গোল পরিশোধ করেন। তবে ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা। এর ফলে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো লীগ শিরোপা জয়ে প্রতিটি ম্যাচেই জয় যে গুরুত্বপূর্ণ এটা ভালভাবেই প্রমাণ করে চলেছে অলরেডরা। এই জয়ের ফলে নিজেদের মাঠে প্রিমিয়ার লীগের ৯৮ ম্যাচে অপরাজিত থাকল লিভারপুল। এ্যানফিল্ডে সর্বশেষ ২০০৯ সালের ডিসেম্বরে হেরেছিল তারা। ঘরের মাঠে এরপর আর কোন ম্যাচেই হার দেখেনি লিভারপুল। তবে নিজেদের সমর্থকদের সামনে আরও বড় ব্যবধানে জয়ের সুযোগ ছিল লিভারপুলের। কিন্তু সুযোগ হাতছাড়া করেছে ক্লপের শিষ্যরা। তাই কিছুটা হতাশ লিভারপুলের কোচ। এ প্রসঙ্গে ম্যাচের শেষে জার্গেন ক্লপ বলেন, ‘এর কোন মানে হয় না। আমরা অনেকগুলো অবিশ্বাস্য সুযোগ পেয়েছি। এলিসনের লালকার্ডের পর আদ্রিয়ান শেষ মুহূর্তে নেমে ভালই খেলেছে। প্রতিপক্ষ হিসেবে ব্রাইটনও মাঠে নিজেদের যথাসাধ্য চেষ্টা করেছে। জয়ের জন্য তাদের মধ্যে যে ক্ষুধা আছে তা আরও একবার প্রমাণিত হলো।’ এদিকে দুই মাস দারুণ ফর্মে থাকা চেলসি এদিন স্ট্যামফোর্ডব্রিজে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাদের হারিয়ে নয় ম্যাচ পর প্রথম জয় তুলে নিয়ে ওয়েস্টহ্যামের কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। এর ফলে তার ওপর থেকে কিছুটা হলেও চাপ কমেছে। ৪৮ মিনিটে এদিন জয়সূচক গোলটি করেন এ্যারন ক্রেসওয়েল। যদিও হ্যামার্সরা দ্বিতীয়ার্ধে গোলের অনেক সুযোগ পেয়েছে। তবে বারবারই তাদের হতাশ করেছেন চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা। মিখায়েল এন্টোনিও’র একটি গোল ভিএআর প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হলেও হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায়। যে কারণে জয়ের ব্যবধানটা আর বাড়েনি। দিনের আরেক ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ডেলে আলির দুই গোলে ঘরের মাঠে বোর্নমাউথকে ৩-২ গোলে পরাজিত করেছে টটেনহ্যাম। এই জয়ে চতুর্থ স্থানে থাকা চেলসির চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে স্পার্শরা। প্রথমার্ধের ২১ আর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দুই গোল করে ব্যবধান ২-০তে নিয়ে যান আলি। এরপর মৌসা সিসোকোর গোলে টটেনহ্যামের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। যদিও ৭৩ আর ম্যাচ শেষের ইনজুরি সময়ে হ্যারি উইলসনের দুই গোলে বোর্নমাউথ ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। বরং চলতি মৌসুমে প্রথমবার লীগে ব্যাক টু ব্যাক জয় নিয়েই মাঠ ছাড়ে জোশে মরিনহোর দল। এর ফলে ১৪ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে টেবিলে। সমানসংখ্যক ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ম্যানসিটির।
×