ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডুবন্ত গ্রাম

প্রকাশিত: ১০:৫১, ২ ডিসেম্বর ২০১৯

 ডুবন্ত গ্রাম

জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের উপকূলীয় এলাকা ডুবছে ধীরে ধীরে। ফিলিপিন্সের সিতিও পারিয়াহান তেমনই একটি ডুবন্ত গ্রাম। এর অবস্থা এমন যা খুব অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যাওয়ার হুমকির মধ্যে রয়েছে। রাজধানী ম্যানিলা থেকে উত্তরে মাত্র ১৭ কিলোমিটার দূরে গ্রামটির অবস্থান। ইতোমধ্যে গ্রামটি ডুবে আছে পানিতে। এখানে প্রতিবছর পানির উচ্চতা ৪ সেন্টিমিটার (১ দশমিক ৫ ইঞ্চি) করে বাড়ছে। এভাবে চলতে থাকলে এক সময় পানিতে তলিয়ে যাওয়ার কারণে বসবাসের অনুপযোগী হয়ে যাবে গ্রামটি। যদিও এক সময় এটি ছিল দ্বীপ। পানিতে ডুবে যাওয়ার পরও এখানে বাস করছে বহু পরিবার। এমন এক ঘরে মানুষগুলো বসবাস করছে যে, পানির উচ্চতা বাড়ার কারণে কয়েক বছরের ব্যবধানে বারবার উঁচু করে তৈরি করতে হয়। বাড়ির মেঝে এমনভাবে উঁচুতে স্থাপন করা হয় যেন পানি সে পর্যন্ত না পৌঁছায়। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে যেভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এতে এক সময় গ্রামটি বসবাসের অযোগ্য হয়ে যাবে। এ গ্রামে পানির একমাত্র উৎস হচ্ছে গভীর নলকূপ। এর পানি দিয়েই বাসিন্দারা গোসল থেকে শুরু করে রান্না, খাওয়াসহ সব কাজ করেন। বাড়ির টিনের চাল শিশুদের খেলার মাঠ। প্রায় প্রতিটি বাড়ির চালেই সোলার প্যানেল স্থাপন করা হয়েছে বিদ্যুতের চাহিদা মেটাতে। -রয়টার্স
×