ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের বিস্ময়

দন্ডিত দুই আসামির মাথায় আইএসের টুপি এল কিভাবে?

প্রকাশিত: ১০:৫১, ২ ডিসেম্বর ২০১৯

দন্ডিত দুই আসামির মাথায় আইএসের টুপি এল কিভাবে?

স্টাফ রিপোর্টার ॥ নিম্ন আদালতে কঠোর নিরাপত্তার মধ্যেও হলি আর্টিজান মামলায় দন্ডিত দুই আসামির মাথায় আইএসের চিহ্ন সংবলিত টুপি কীভাবে এল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে লালমাটিয়ায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কার্যালয় থাকার ওপর তিন মাসের স্থিতাবস্থা জারি করেছে আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। ফলে আসককে কার্যালয় ছাড়তে হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে আইনজীবী জেড আই খান পান্না বলেন, আইএসের টুপি নিয়ে অনেক কথা হয়েছে। পত্রপত্রিকায় আইএসের টুপি নিয়ে লেখালেখি হয়েছে। আমি তো আইএস ইস্যুতে কথা বলেছি। এখন তো আমি আমার (আইনজীবী জেড আই খান পান্না) নিরাপত্তা নিয়ে চিন্তিত। তখন হাইকোর্ট বলে, মানবাধিকার কর্মীদের বুকে সাহস নিয়ে থাকতে হবে। তখন আইনজীবী আদালতকে বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষও বলছে টুপি কারাগার থেকে আসেনি। তাহলে আইএসের টুপি দিল কে? ফেরেসতা নাকি শয়তান? তখন হাইকোর্ট বলে, সর্ষের ভেতরে ভূত।
×