ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাবির বার্ষিক নাট্যোৎসব শুরু

প্রকাশিত: ১০:৪৯, ২ ডিসেম্বর ২০১৯

 ঢাবির বার্ষিক  নাট্যোৎসব  শুরু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে ১৪তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু হলো রবিবার। ‘এখানে জীবন ফুরায় না, কেননা এখানে ভালবাসা অফুরান’ স্লোগানে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন হয়। থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবিরের সভাপতিত্বে উৎসব উদ্বোধন করবেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। ১০ দিনব্যাপী এ উৎসবে থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত ১৭টি নাটক মঞ্চাস্থ হবে। ১৭টি নাটকের আটটি নাটক প্রদর্শিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এবং বাকি নাটকগুলো মঞ্চস্থ হবে ঢাবির নাটমন্ডল মিলনায়তনে। ১ থেকে ৪ ডিসেম্বর প্রতিদিন দুটি করে টিএসসি মিলনায়তনে মঞ্চস্থ হবে প্রথম পর্বের নাটকগুলো। রবিবার উদ্বোধনী দিনে দিনের প্রথম মঞ্চস্থ হয় মুনীর চৌধুরীর রচিত এবং ফারিজ খানের নির্দেশনায় নাটক ‘একতালা দোতালা’। দ্বিতীয় প্রদর্শনীতে ছিল জহির রায়হানের রচনা এবং সৈয়দ আল মেহেদি হাসানের নির্দেশনায় নাটক ‘একুশের গল্প’। আজ সোমবার দিনের প্রথম প্রদর্শনীতে থাকছে দারিও ফো-এর রচনা এবং রুদ্র সাওজালের অনুবাদ ও নির্দেশনায় নাটক ‘মৃত্যু আসে ছদ্মবেশে’। দিনের দ্বিতীয় প্রদর্শনীতে হোরেস হোলির রচনা এবং সায়মা আক্তারের অনুবাদ ও নির্দেশনায় নাটক ‘হিজ লাক’। ৩ ডিসেম্বরে দিনের প্রথম পরিবেশনায় আহম্মেদ রাউফুর রহিমের রচনা ও নির্দেশনায় নাটক ‘ব্লাড টেলিগ্রাম’। দিনের দ্বিতীয় প্রদর্শনীতে আহমদ সফা কর্তৃক রচিত ‘কবি ও সম্রাট’ অবলম্বনে মোঃ ওয়ালী হোসেন এমদাদের নাট্যরূপ ও নির্দেশনায় নাটক ‘কবি ও সম্রাট’। ৪ ডিসেম্বর হাসান আজিজুল হক রচিত এবং সোনিয়া পারভিন অনা নির্দেশিত দিনের প্রথম নাটক ‘লালদীঘিতে জ্যোৎস্না’। দিনের দ্বিতীয় অর্থাৎ উৎসবের প্রথম পর্বে টিএসসির শেষ প্রদর্শনীতে থাকছে ফেরেঞ্চ মোলনার-এর রচনা এবং ফারজিয়া হলো ফারিনের অনুবাদ ও নির্দেশনায় নাটক ‘ছদ্মবেশ’। ৫ থেকে ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডল মিলনায়তনে উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে।
×