ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবি হাকিম চত্বরে বিজয় মাসের প্রথম প্রভাত

প্রকাশিত: ১০:৪৮, ২ ডিসেম্বর ২০১৯

 ঢাবি হাকিম চত্বরে বিজয় মাসের  প্রথম প্রভাত

স্টাফ রিপোর্টার ॥ বাঙালিত্বের অহঙ্কারে বছর ঘুরে আবার এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালীর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গণমুক্তির সংগ্রামে বিজয় অর্জনের মাসটির প্রথম দিনেই শুরু হলো সেই উদ্্যাপন। বিজয় মাসের প্রথম প্রভাতে নৃত্য-গীত ও কবিতার আশ্রয়ে সূচনা হলো সেই উদযাপনের। রবিবার সকালে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আয়োজনটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে। আলোচনাসভা ও সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো এ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন পদক্ষেপ বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। সভাপতিত্ব করেন পদক্ষেপ বাংলাদেশ-এর সভাপতি বাদল চৌধুরী। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সামাদ বলেন, ডিসেম্বর মাস রাষ্ট্র পাওয়ার মাস। কষ্ট পাওয়ার মাস। বাঙালী জাতির একটি নিজস্ব রাষ্ট্র হিসেবে আত্মপরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার মাস ডিসেম্বর। পাকিস্তান সেনাবাহিনী ও তার এ দেশীয় দোষরদের পরাস্ত করার মাস। আবার ৩০ লাখ মানুষ হারানোর দুঃসহ কষ্টের মাস। একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াকু বাঙালীর মুক্তিযুদ্ধ এ মাসে বিজয়ের সুমহান মর্যাদায় অভিষিক্ত হয়। তিনি আরও বলেন, স্বাধীনতাপ্রিয় বাঙালী জাতি আজ নতুন আশায় বুক বেঁধেছে। ৩০ লাখ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে অর্থপূর্ণ করে তুলতে দীর্ঘ পথচলায় দুর্নীতি-অপশাসন ও স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির মতো হাজারও জঞ্জালে ভরে যাওয়া স্বপ্নের জাল ঝেড়ে পরিষ্কার করার সময় এসেছে। আর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের চলমান অগ্রযাত্রা অব্যাহত থাকুক আজকের ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ অনুষ্ঠানের দাঁড়িয়ে এই হোক আমাদের অঙ্গীকার।
×