ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোক্তার চেয়ে বিতরণ কোম্পানির দিকে নজর বেশি কমিশনের

প্রকাশিত: ১০:৪৭, ২ ডিসেম্বর ২০১৯

  ভোক্তার চেয়ে বিতরণ কোম্পানির দিকে নজর বেশি কমিশনের

স্টাফ রিপোর্টার ॥ গ্রাহক পর্যায়ে খুচরা বিদ্যুতের দাম কতটা বৃদ্ধি যৌক্তিক তার বদলে কোম্পানির বিতরণ ব্যয় নির্ধারণ বড় হয়ে উঠেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে। অভিযোগ উঠেছে বিইআরসির দু’জন সদস্যের হস্তক্ষেপে গ্রাহকের বদলে বিতরণ কোম্পানির প্রতি বেশি মনযোগী হয়ে উঠেছে কমিশন। আর এতে গ্রাহক পর্যায়ে দাম নির্ধারণের শুনানি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রবিবার সকালে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং বিকেলে নর্দান ইলেক্ট্রিসিটি কোম্পানির (নেসকো) গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির ওপর শুনানি শুরু হয়েছে। পিডিবি এবং নেসকোর দাম বৃদ্ধির এই শুনানিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কত হবে সে বিষয়ে বিতরণ প্রতিষ্ঠান এবং বিইআরসি একটি কথাও বলেনি। কমিশন গঠনের পর থেকে সবই শুনানিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দান নির্ধারণে কমিশনের কারিগরি কমিটি একটি দামের সুপারিশ করে। এর আগে বিতরণ কোম্পানি এক বছরের জন্য তাদের বিদ্যুতের দাম কতটা হওয়া উচিত সে বিষয়ে প্রস্তাব করে। কিন্তু এবার বিদ্যুত বিতরণ কোম্পানিগুলো তাদের বিতরণ ব্যয় নির্ধারণের বিষয়ে আলোচনা করছে। কমিশন সূত্র বলছে, মনোয়ার ইসলাম বিদ্যুত সচিব থেকে অবসরে যাওয়ার পর কমিশন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর বিদ্যুতের দাম বৃদ্ধির শুনানিতে পরিবর্তন এসেছে। সূত্র বলছে, চলতি বছর গ্যাসের দাম বৃদ্ধির শুনানিতে প্রথম কমিশনের একজন সদস্য গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির শুনানিতে গ্রাহকের দামের চেয়ে বিতরণ কোম্পানির ইউনিট প্রতি বিতরণ ব্যয় কত হবে শুধু না নির্ধারণের ওপর জোর দেন। তার ইচ্ছাতেই কমিশন গ্রাহকের দাম বৃদ্ধির বিষয়ে অস্পষ্ট এই শুনানির প্রচলন করে। বছর শেষে বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেল।
×