ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাপ-চাচাকে হত্যার দায়ে চারজনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১০:২৩, ২ ডিসেম্বর ২০১৯

বাপ-চাচাকে হত্যার  দায়ে চারজনের  ফাঁসি, ৭ জনের  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১ ডিসেম্বর ॥ কুষ্টিয়ায় ইভটিজিং ঘটনার প্রতিবাদ করায় মেয়ের বাপ-চাচাকে হত্যার দায়ে চার জনের ফাঁসি, সাত জনের যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে আদালত। এ ছাড়া এক আসামিকে শিশু বিবেচনায় তাকে ১০ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত চার আসামি হলো, ভেড়ামারার গোলাপনগর গ্রামের নূরুল ইসলামের ছেলে কমল হোসেন মালিথা, ফকিরাবাদ গ্রামের কাবুল প্রামাণিকের দুই ছেলে কামরুল প্রামানিক ও সুমন প্রামানিক এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন শেখকে (পলাতক)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, ফকিরাবাদ গ্রামের শের আলীর দুই ছেলে নজরুল শেখ ও লালিম শেখ, আকুল মন্ডলের ছেলে মাহফুজুর রহমান, বেনজির প্রামাণিকের ছেলে হৃদয় আলী, নাজির প্রামাণিকের ছেলে সম্রাট আলী প্রামাণিক, গোলাপনগর এলাকার মৃত নুরুল হক মালিথার ছেলে জিয়ারুল ইসলাম ওরফে সিহাব মালিথা ও আশরাফ মালিথা।
×