ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানী থেকে বাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে ॥ কাদের

প্রকাশিত: ১০:১৮, ২ ডিসেম্বর ২০১৯

 রাজধানী থেকে বাস টার্মিনাল সরিয়ে নেয়া  হবে ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ক্রমান্বয়ে রাজধানী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে। এজন্য স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীর ৬৪ স্থানে বাস স্টপেজ নির্মাণ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)’র ত্রয়োদশ বোর্ড সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী মহানগরীতে সড়কের পাশে বাস-বে নির্মাণ, ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম ত্বরান্বিতের নির্দেশ দেন। বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, রাজউক চেয়ারম্যান সুলতান আহমেদ, রাজধানীর আশপাশের বিভিন্ন পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যোগাযোগ ব্যবস্থায় ফ্লেক্সিবিলিটি বাড়াতে কম্প্রেহেন্সিভ ট্রান্সপোর্ট প্ল্যান প্রণয়ন করা হবে। ভিজিবিলিটি স্টাডির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষের সুবিধার্থে ৬৪টি পার্কিং স্পট অনুমোদন দেয়া হয়েছে। ডিটিসিএ-এর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য একটি বিশেষজ্ঞ কারিগরি টিম গঠন করা হবে। ইনার রিং-রোড বাস্তবায়নের জন্য জলাধার ভরাট করা যাবে না জানিয়ে মন্ত্রী বলেন, এটা সংরক্ষণ করতে হবে। নারায়ণগঞ্জের আদমজী থেকে যে লেক আছে তা ভরাট করা যাবে না। শুধু তা-ই নয়, কোন জলাশয় ও লেক ভরাট কওে কোন নির্মাণ কাজ করা যাবে না। স্রোতধারা বিঘ্নিত না করে নির্মাণ কাজ করতে হবে। সেতুমন্ত্রী বলেন, পরিবহনসহ অন্য সমস্যা সমাধানে দ্রুত স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে একটি এ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঢাকা উত্তর, দক্ষিণসহ পার্শ্ববর্তী সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা বসবেন। মন্ত্রণালয় ডিটিসিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ বসে সমন্বিত পদক্ষেপ নেবেন।
×