ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল বসছে আবুধাবিতে

প্রকাশিত: ০৯:৩৪, ২ ডিসেম্বর ২০১৯

 বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল বসছে আবুধাবিতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে বড় সোলার প্যানেল বিদ্যুত প্রকল্প স্থাপন করা হবে আবুধাবিতে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায়, টেকসই জ্বালানি উৎপাদন নিশ্চিত করতেই এ প্রকল্প পরিকল্পনা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, সৌর বিদ্যুত প্যানেল স্থাপনের জন্য ইতোমধ্যে ২০ বর্গকিলোমিটার জমি বরাদ্দ দেয়া হয়েছে। আবুধাবির জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রস্তাবিত সৌর বিদ্যুত প্রকল্পের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ গিগাবাইট। এ প্রকল্প বাস্তবায়ন করবে আবুধাবি পাওয়ার কর্পোরেশনের বিশেষ ইউনিট আমিরাত ওয়াটার এ্যান্ড ইলেক্ট্রিক কোম্পানি। যা থেকে বিদ্যুত সংযোগ দেয়া হবে ১ লাখ ১০ হাজারের বেশি আবাসিক ভবনে।
×