ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:৩৩, ২ ডিসেম্বর ২০১৯

 এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের  সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের (এএসএ) সভা গত ২৫ ও ২৬ নবেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া ন্যাশনাল শিপার্স কাউন্সিল এই সভার আয়োজন করে। শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল উক্ত সভায় যোগদান করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হচ্ছেনÑ কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহ্সান, পরিচালক আরজু রহমান ভূঁইয়া ও আফসার উদ্দিন আহমেদ। সভায় বাণিজ্য পরিস্থিতি এবং উৎপাদন সুবিধার জায়গাগুলোর পরিবর্তন ও তিনটি শিপিং মেগাজোট ও হংকং সমুদ্রবন্দর জোটের মাধ্যমে বাজারে প্রসার বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভার প্রতিনিধিবৃন্দ মালয়েশিয়ার ওয়েস্ট এবং নর্থ সমুদ্রবন্দর পরিদর্শন করেন। এসসিবির চেয়ারম্যান ও এশিয়ার শিপার্স এ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। উন্নয়নশীল দেশ হিসেবে টিকে থাকার চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ বন্দরসমূহের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়নে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপসমূহ সভায় তুলে ধরেন। অনুষ্ঠানে হংকং শিপার্স কাউন্সিল, ম্যাকাও শিপার্স এ্যাসোসিয়েশন, থাই ন্যাশনাল শিপার্স কাউন্সিল, মালয়েশিয়ান ন্যাশনাল শিপার্স কাউন্সিল, ইন্দোনেশিয়া ন্যাশনাল শিপার্স কাউন্সিল, চায়না শিপার্স কাউন্সিল এবং শ্রীলঙ্কা শিপার্স কাউন্সিলের প্রতিনিধিবৃন্দও যোগদান করেন।
×