ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়ল

প্রকাশিত: ০৯:২৫, ২ ডিসেম্বর ২০১৯

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক বাড়লেও কমেছে অপর দুই সূচক। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৬৪৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার বেশিরভাগ জুন ক্লোজিংয়ের কোম্পানির দর হারানোর দিনে চাহিদার শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতের কোম্পানি। এই খাতের প্রায় সবকটি কোম্পানিরই ক্রেতা ছিল। ব্যাংক খাতের ক্রেতা বাড়ার দিনে আর্থিক খাতের কোম্পানিরও দর বেড়েছে। তবে বস্ত্র খাতের বেশকিছু কোম্পানির দর সংশোধন ঘটেছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১৬৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এই দর বাড়ার বিপরীতে দাম কমেছে ১৫০টির। আর ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫২১ কোটি ৬৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৩০ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৯১ কোটি ৪২ লাখ টাকা। এদিন ডিএসইতে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২২ লাখ টাকার। ১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, ডাচ্-বাংলা ব্যাংক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মাসিউটিক্যালস, প্রিমিয়ার ব্যাংক এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬০ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৫ কোটি টাকা। লেনদেন অংশ নেয়া ২৪৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
×