ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাঠমান্ডুতে বাংলাদেশ এ্যাথলেটিক্স দল

প্রকাশিত: ০৯:১১, ১ ডিসেম্বর ২০১৯

কাঠমান্ডুতে বাংলাদেশ এ্যাথলেটিক্স দল

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে অংশ নিতে রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে রওনা হয়ে রাতে কাঠমান্ডু এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় এ্যাথলেটিক্স দল। দলে ২২ এ্যাথলেট (১৪ পুরুষ ও ৮ মহিলা) এবং চার কোচ, দুই ম্যানেজারসহ (পুরুষ ও মহিলা) ২৮ জন রয়েছেন। এসএ গেমসে এ্যাথলেটিক্স ডিসিপ্লিনের খেলা চলবে ৩-৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের আসরে ভাল ফলের লক্ষ্যে গত প্রায় ছয় মাস বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিবিড় অনুশীলনে মগ্ন ছিলেন লাল-সবুজের এ্যাথলেটরা। দীর্ঘ অনুশীলনের পর এবার তাদের ট্র্যাকে নামার পালা। গেমসের খেলা শেষে ৮ ডিসেম্বর ঢাকায় ফিরে যাবে বাংলাদেশ এ্যাথলেটিক্স দল।
×