ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভলিবলে পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৯, ১ ডিসেম্বর ২০১৯

ভলিবলে পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ এসএ গেমসে অতীতে ভলিবলে কোন পদক জিততে পারেনি বাংলাদেশ। এবার পদকের স্বপ্ন নিয়ে নেপালে এসেছিল হরষিৎ বিশ্বাসরা। সেই স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি। তবে স্বর্ণ কিংবা রৌপ্য জয়ের আশা শেষ। গতকাল কাঠমান্ডুর ত্রিপুরেশ্বর কাভার্ড হলে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৩-০ সেটে (২৫-১৫, ২৫-২১, ২৬-২৪ পয়েন্টে) হেরে গেছে আলীপোর আরজির দল। এখন ব্রোঞ্জের লড়াইয়ে আজ শ্রীলঙ্কর মুখোমুখি হবে লাল-সবুজের দলটি। ম্যাচে হারলেও শিষ্যদের খেলায় খুশি কোচ আরোজি, ‘পাকিস্তানের বিপক্ষে ভয়ডরহীন খেলেছিল ছেলেরা। কিন্তু প্রথম সেটটি বাজেভাবে হেরেছে। তারপরেও তারা দমে যায়নি। লড়াই চালিয়ে যায়; কিন্তু তাতে কোন ফল আসেনি। এই ফলে আমি খুমি। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষে কয়েকটি সেট জিতবো এবং ব্রোঞ্জপদক পাব।’ শ্রীলঙ্কাকে হারিয়ে ভলিবলে পদক জিততে চান অধিনায়ক হরষিৎ, ‘আজ রাতে আমরা টিম মিটিং করব। আমাদের শক্তি এবং এই ম্যাচের ভুলগুলো নিয়ে আলোচনা করব। পদকের জন্য আমরা লড়াই করব। আমরা সর্বোচ্চ মেলে ধরার চেষ্টা করব।’
×